চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দর্শনায় থামবে সুন্দরবন এক্সপ্রেস, উচ্ছ্বসিত এলাকাবাসী

স্টপেজ পাওয়ার খবরে দর্শনা পৌরবাসী ছিল আনন্দে উদ্বেলিত। ছবি : কালবেলা
স্টপেজ পাওয়ার খবরে দর্শনা পৌরবাসী ছিল আনন্দে উদ্বেলিত। ছবি : কালবেলা

দীর্ঘ আন্দোলনের পর চুয়াডাঙ্গা জেলার শিল্পনগরী খ্যাত দর্শনা হল্ট স্টেশনে অবশেষে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাস্তবায়ন হয়েছে। স্টপেজ পাওয়ার খবরে দর্শনা পৌরবাসী ছিল আনন্দে উদ্বেলিত।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে ছাত্র, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণিপেশার মানুষ এই শুভক্ষণের সাক্ষী হতে রাত জেগে জড়ো হয়েছিল দর্শনা হল্ট স্টেশনে। এ উপলক্ষে হল্ট স্টেশনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। শুধু তাই নয়, ছাত্র-জনতার পক্ষ থেকে রাতে সবার জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

গভীর রাতে দর্শনার হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্ম স্পর্শ করলে আনন্দিত ছাত্র-জনতা স্লোগান দিয়ে আগত যাত্রীদের অভিনন্দন জানায়। এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা ট্রেনের লোকোমোটিভ চালক, পরিচালক ও সকল স্টাফকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাদের হাতে রাতের খাবার তুলে দেয়। দর্শনাবাসীর আনন্দে শরীক হতে পেরে তারাও উচ্ছ্বাস প্রকাশ করে। আয়োজকরা স্টপেজের প্রথম দিনের সকল ভাগ্যবান যাত্রীকেও ফুল ও খাবার দিয়ে বরণ করে নেয়।

উল্লেখ্য, ট্রেনটির ন্যায় সংগত এই স্টপেজ পেতে দর্শনাবাসীকে আন্দোলনের পথ পাড়ি দিতে হয়েছে। দর্শনার অধিবাসী সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজগার টগর রেলে পথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েও তার অনীহার কারণে বারবার দাবি তুললেও দর্শনাবাসী বঞ্চিত হয়। এরপর চিঠি চালাচালি, স্মারকলিপি প্রদান, অফিসে অফিসে ধরনা কোন কিছুতেই কাজ না হওয়ায় সর্বশেষ ট্রেন থামিয়ে ছাত্র-জনতা আন্দোলন শুরু করে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় ছাত্র আন্দোলনের ডাক দিলে দর্শনার সর্বস্তরের জনতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গে যোগ দিলে আন্দোলন নতুন রূপ পায়। ছাত্ররা বারবার ঢাকায় গিয়ে কর্মকর্তাদের টেবিলে টেবিলে ধরনা দিলে এক পর্যায়ে গত সেপ্টেম্বর মাসে রেলওয়ের পক্ষ থেকে দর্শনা হল্ট স্টেশনে স্টপেজের ঘোষণা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তানভির রহমান অনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় উৎসব ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৌহিদ হোসেন, ছাত্রদলের কলেজ শাখার পলাশ আহাম্মেদ, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবিদ হাসান রিফাত, থানা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, দর্শনা ডি এস মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা শফি উদ্দিন, থানা যুবদলের সভাপতি জালাল উদ্দীন লিটন, রেলবাজার দোকান মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন, জামায়াতের দামুড়হুদা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জামায়াতের দর্শনা পৌর যুব বিভাগের সভাপতি তানজিল হোসেন, বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সমন্বয়ক মশিউর রহমান, ট্রেনযাত্রী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু, পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। সভায় বক্তারা আগামীতে দর্শনার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এদিকে দর্শনা হল্ট স্টেশনে ট্রেনটি প্রায় ১০ মিনিট অবস্থানের পর ঢাকার গন্তব্যে ছেড়ে যায়। এ সময় ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন লোকো মাস্টার সাখাওয়াত হোসেন, সহকারী লোকো মাস্টার আবু বক্কর সিদ্দিক, পরিচালক আতিকুর রহমান।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির প্রথম দিনে দর্শনা স্টেশনের জন্য ১৫টি টিকিট বরাদ্দ থাকলেও অর্ধশত যাত্রী বিভিন্ন স্টেশন থেকে বরাদ্দকৃত ট্রেনের টিকিট কেটে দর্শনা স্টেশন থেকে ট্রেনে ওঠে। তবে দর্শনাবাসীর দাবি, রেলওয়ে কর্তৃপক্ষ যদি দর্শনা হল্ট স্টেশনের বরাদ্দকৃত আসন আরও বাড়ায় তাহলে যাত্রীরা সুবিধা ভোগ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

সুপারির বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

প্রতিমা বিসর্জনেও ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা

মধ্যরাত থেকে মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

গণঅভ্যুত্থানে সাংবাদিকদের কার্যক্রমকে অস্বীকার, বাগছাস নেতাকে আলটিমেটাম

এনসিপি থেকে আরও ২ নেতার পদত্যাগ

দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস

বোনের চল্লিশার মুরগি আনতে গিয়ে সড়কে গেল ভাইয়ের প্রাণ

ছাত্রদলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি

১০

গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা 

১১

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সড়কে স্থানীয়রা

১২

দুর্গাপূজায় ডিউটিরত আনসার কমান্ডারের মৃত্যু

১৩

‘অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে’

১৪

লাউয়াছড়া উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, ভোগান্তিতে পর্যটকরা

১৫

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ধর্মের নামে সমাজের বিভক্তি রুখে দেবে জনগণ : রহমাতুল্লাহ 

১৭

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৫২ রান

১৮

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০ তরুণ 

১৯

‘আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি, আপনি পারলে কিছু করুন’

২০
X