জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা বঙ্কিম চন্দ্র রায় এবং ছোট ভাই নোহা রাম রায়কে হত্যার দায়ে বড় ভাই বাঞ্চারাম রায়কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে এ রায় দেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২-এর বিচারক শ্যাম সুন্দর রায়। এ সময় আসামি বাঞ্চারাম রায় আদালতে অনুপস্থিতি ছিলেন।
রাষ্ট্রপক্ষের সহকারী পাপলিক প্রসিকিউটর হাসনে ইমাম নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের সহকারী পাপলিক প্রসিকিউটরের দেওয়া বক্তব্য এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে আসামি বাঞ্চারাম রায় ধারালো ছুরি দিয়ে বাবা বঙ্কিম চন্দ্র রায় এবং ছোট ভাই নোহা রাম রায়কে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। মৃত নোহা রাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় বাদী হয়ে স্বামী এবং শ্বশুরকে হত্যার অভিযোগে ভাসুর বাঞ্চারাম রায়ের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন মামলা চলাকালীন সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে আসামি বাঞ্চারাম রায়ের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বর্তমানে আসামি পলাতক আছেন।
মন্তব্য করুন