কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিশু হত্যায় ৩ জনের যাবজ্জীবন

কুমিল্লা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
কুমিল্লা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমানকে (৫) অপহরণ করে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে চৌদ্দ বছরের কারাদণ্ড প্রদান করেছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোয়াজ্জেম হোসেন এ রায় দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এ্যাডভোকেট মো. আমজাদ হোসেন বলেন, আশা করছি উচ্চাদালত এ রায় বহাল রাখবে। এর ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মো. এইচ এম আবাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে মো. ময়নাল হোসেন (৩৩), আবু মুসার ছেলে নাজমুল হাছান (৩০), মো. রবিউল হাসান (৩৪) ও মো. ছালামত খানের ছেলে মো. শাহীন খান (২০)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়- ২০২১ সালের ২০ ফেব্রুয়ারী রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের বাদীর বাড়ীর উত্তর পাশে চৌচালা টিনের ঘরের পূর্ব পাশের রুমের ভেতরে ভিকটিম মো. আব্দুর রহমান (৫) অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী ভিকটিমের পিতা কুমিল্লা মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ওমান প্রবাসী মো. ফারুক মিয়া (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হামিদুল ইসলাম আসামি মো. ময়নালকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রহমানকে (৫) অপহরণ করে বাদীর নিকট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারায় অপহরণের ১০দিন পর ভিকটিম আব্দুর রহমানকে ময়নাল হোসেনসহ অপর আসামিরা পরষ্পর যোগসাজশে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। এক পর্যায়ে আসামি ময়নালের আবাদি জমিতে মাটিতে আব্দুর রহমানকে পুঁতে রাখা হয়। পরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী থানা পুলিশ আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হামিদুল ইসলাম ২০২২ সালের ২৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামিদের বিরুদ্ধে চার্জগঠন শেষে রাষ্ট্রপক্ষে ৭জন সাক্ষী, যুক্তিতর্ক শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে আসামি ময়নাল হোসেন, নাজমুল হাছান ও মো. শাহীন খান ওরফে শাহীন মিয়াকে যাবজ্জীবন ও প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড, আনাদয়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আসামি মো. রবিউল হাসানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১০

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১১

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১২

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৩

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৪

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৫

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৬

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৭

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৮

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৯

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

২০
X