ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামী ব্যাংক অফিসের সামনে গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে চট্টগ্রামের কয়েক হাজার প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। তারা ব্যাংকের সেবা ও ভাবমূর্তি নষ্ট করছেন। এসব নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানাই।
তারা আরও বলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রার্থীদের প্রাধান্য দিয়ে দেশের ৬৩ জেলার চাকরিপ্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। এতে ব্যাংকের শৃঙ্খলা ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন- ডা. রুহুল ফারহাদ, ব্যবসায়ী আব্দুল হালিম, সানি আব্দুল্লাহ, চাকরিপ্রত্যাশী আব্দুস সামাদ ও আল মামুন।
এ সময় বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে ২৭ সেপ্টেম্বর মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়া ৪ হাজার ৯৭১ কর্মকর্তাকে ব্যাংক কর্তৃপক্ষ ওএসডি করেছে এবং প্রায় ৪০০ জনকে চাকরিচ্যুত করেছে।
বক্তারা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকে স্বচ্ছ নিয়োগ ও সুশাসন ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন