চট্টগ্রামের ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে নগরের ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. সোহান (২৭)। নিহতদের মধ্যে অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনিয়ন্ত্রিত গতি ও সড়কটিতে বাতি না থাকাকে দুর্ঘটনার কারণ। বিশেষ করে এই রোডে গতির ঝড় তুলে বাইকাররা। পাশাপাশি অন্যান্য পরিবহনও দ্রুতগতিতে চলাচল করে সড়কটিতে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন