

লন্ডন থেকে সিলেটে ফেরার পথে বাংলাদেশ বিমানের এক যাত্রী ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেলছেন মো. শওকত আলী নামের এক প্রবাসী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে লন্ডন থেকে ছেড়ে আসা বিজি ২০১ নম্বর ফ্লাইটে ঘটনা ঘটেছে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীকে আটক করেছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লন্ডন থেকে সিলেটের একটি ফ্লাইটের বাংলাদেশ বিমানের এক যাত্রী ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেলছেন প্রবাসী। অবতরণের অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে। মনিটরটির দাম ১১ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, সিলেট-লন্ডন রুটের বিমানের ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙ্গে দিয়েছেন বলে শুনেছি। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে ছেড়ে দেন।
মন্তব্য করুন