পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে নাঈমকে হত্যার পর গুম, বাড়ির মালিকসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার রেজ্জাকুল ওরফে রাজ্জাক ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। ছবি : কালবেলা
গ্রেপ্তার রেজ্জাকুল ওরফে রাজ্জাক ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের পোশাককর্মী নাঈমকে পরকীয়ার জেরে হত্যার পরে লাশ গুম করতে টিউবওয়েলের পাশে মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়। এদিকে নিখোঁজ প্রায় সাড়ে চার মাস পর গত (৯ সেপ্টেম্বর) ধরঞ্জী গ্রামের সামছুল হোসেন নামের এক ব্যক্তির বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে রাজমিস্ত্রীরা মাটি খুঁড়তে গিয়ে কোদালের সঙ্গে প্যান্ট ও মানুষের হাড়গোড় বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে উদ্ধার হওয়া ওই মরদেহের অংশ বিশেষ নিজেদের ছেলে পোশাককর্মী নাঈম হোসেনের দাবি করায় পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার গাবতলী থানা এলাকা থেকে এই মামলার প্রধান আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মামলার আরেক আসামি মরদেহ পাওয়া বাড়ির মালিক সামছুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়ার পর মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলেন- রেজ্জাকুল ওরফে রাজ্জাক ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা। গত কয়েক মাস ধরে তারা পাঁচবিবি উপজেলা ধরঞ্জী গ্রামে বসবাস করতেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, ৯ সেপ্টেম্বর পাঁচবিবি উপজেলার ধরঞ্জী বাজার এলাকার সামছুল ইসলামের বাড়ির গোসলখানা নির্মাণের জন্য টয়লেটের পাশে মাটি খনন করার সময় মানুষের হাড়গোড়সহ গলিত মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি নাইম হোসেনের বলে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নাইম হোসেনের মা। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে বগুড়া সদরের পীরগাছা এলাকা থেকে রেজ্জাকুল ওরফে রাজ্জাক ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানা ওসি জাহিদুল হক বলেন, এঘটনায় নিহতের মা গোলাপী বানু বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পরকীয়ার জেরে নাইম হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভাড়াটিয়া রাজ্জাকের স্ত্রী সাবিনার সঙ্গে পরকীয়ার কারণে নাইম হোসেনকে হত্যার পর মরদেহ গুম করতে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হয়। আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১০

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১১

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৩

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৫

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৬

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১৭

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৯

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২০
X