বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড

বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা
বরিশালের মানচিত্র। গ্রাফিক্স কালবেলা

বরিশালে ডেঙ্গু আক্রান্তে রেকর্ড ভাঙার একদিন পরেই এবার মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল বিভাগে মৃত্যুবরণ করেছে ডেঙ্গু আক্রান্ত ৭ জন রোগী।

যাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে এই হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪১ জনে। আর গোটা বিভাগে মৃত্যু হলো ৬৫ জনের।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে নতুন করে আরও ৪১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৬০ জন রোগী। যার মধ্যে সর্বোচ্চ ২৭৪ জন চিকিৎসা নিচ্ছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত ডেঙ্গু রোগীর দৈনিক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুর যে রেকর্ড হয়েছে সেটা খুবই চিন্তার বিষয়। ইতোপূর্বে বরিশাল বিভাগে একদিনে এতো সংখ্যক মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- নগরীর কাউনিয়া এলাকার কাঞ্চন আলী (৬০), সাগরদী এলাকার বাষন্তী রাণী (৫৫), বরগুনার আমতলী উপজেলার নূরুল আমিন (৫৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আনোয়ারা বেগম (৭০), বানারীপাড়া উপজেলার রুশিয়া বেগম (৫৭) ও মেহেন্দিগঞ্জ উপজেলার মনোয়ারা বেগম (৫৫)।

এছাড়া পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন একই উপজেলার বাসিন্দা বারেক হাওলাদার (৮০)।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১৯ রোগী। এর মধ্যে সর্বোচ্চ ১২৬ জন বরিশাল জেলায়, পটুয়াখালীতে ১০৬ জন, পিরোজপুরে ৬৫ জন, ভোলায় ৪৬ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৮ হাজার ১৮৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৬০ জন।

জানা গেছে, চলতি বছরে দৈনিক ডেঙ্গু আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল গত ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত। এছাড়া ইতোপূর্বে ডেঙ্গুতে গত আগস্টের মাঝামাঝি সময়ে একদিনে সর্বোচ্চ ৪ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে। এরপর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হঠাৎ করে মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণ সঠিকভাবে বলা কঠিন। তবে বর্তমানে আক্রান্তের হার যেমন বাড়ছে তেমনি মৃত্যুর হারও বেশি। এই মুহুর্তে আমাদের আরও সতর্ক হওয়া জরুরি।

তিনি বলেন, মৃত্যু বেড়ে যাওয়ার কারণ হিসেবে আমরা দুটি বিষয় দেখছি। একটি হলো- আক্রান্ত রোগীদের খুব খারাপ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তখন আমাদের আর কিছু করার থাকে না। ডাক্তারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অপর কারণ যারা বয়স্ক রোগী এবং আগে থেকে ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদের মৃত্যু বেশি হচ্ছে।

তিনি বলেন, আমি আগে থেকেই বলছি, ডেঙ্গু আক্রান্ত হলে বাড়িতে বসে গ্রাম্য চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা গ্রহণ না করে দ্রুত সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আমরা চিকিৎসকদের সজাগ থাকতে বলেছি। যাতে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে যাতে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করতি পারি। এক্ষেত্রে আমাদের প্রস্তুতির কমতি নেই বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X