শেখ মমিন, রাজবাড়ী
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টাকা ছাড়া ফেরিতে গাড়ি উঠতে দেয় না বিআইডব্লিউটিসির লস্কররা!

দৌলতদিয়া ঘাট পারাপারের জন্য ফেরিতে উঠতে লস্করদের গাড়িপ্রতি অতিরিক্ত টাকা দিতে হয়। ছবি : কালবেলা
দৌলতদিয়া ঘাট পারাপারের জন্য ফেরিতে উঠতে লস্করদের গাড়িপ্রতি অতিরিক্ত টাকা দিতে হয়। ছবি : কালবেলা

দক্ষিণপশ্চিম অঞ্চলের প্রবেশ পথ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। আর এ নৌরুট ব্যবহার করে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়। আর এ সুযোগে বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তারা ও লস্কররা যানবাহনপ্রতি অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর এ কারণে যানবাহন পারাপারে প্রতিনিয়ত ভোগান্তি ও দুর্ভোগে পড়ছেন চালকরা।

বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তাদের ছত্রছায়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় এক সিন্ডিকেটের কার্যক্রম চলছে দীর্ঘ সময় ধরেই। নদী পারাপারের জন্য ফেরিতে ওঠার আগে অবশ্যই যানবাহনের চালকদের ফেরির টিকিট ক্রয় করতে হয়। আর ফেরির টিকিট ক্রয় করার পরও সরাসরি ফেরিতে উঠতে পারছে না যানবাহনগুলো। বিশেষ করে হাই লোড বা ওভার লোড ট্রাকগুলো নদী পারাপারের জন্য ফেরিতে উঠতে লস্করদের গাড়িপ্রতি ২০০ করে টাকা দিতে হয়। অতিরিক্ত টাকা না দিলে নানা ধরনের ভোগান্তির শিকার হন চালকরা এমন অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় সরেজমিন দেখা যায়, লস্কর ও যানবাহনের চালকের মধ্যে তর্কবিতর্ক চলছে। এসময় হাই লোড ট্রাকটির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে লস্করের দায়িত্বে থাকা দুজন ব্যক্তি। দেখা যায়, ট্রাকটির চালক বাড়তি টাকা না দেওয়ার কারণে ফেরিতে ট্রাকটি উঠতে দিচ্ছেন না লস্কররা। অতিরিক্ত টাকা না দেওয়ায় ট্রাকটির চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন লস্করের দায়িত্বে থাকা দুই ব্যক্তি। কালবেলার প্রতিবেদকের ক্যামেরা দেখার পরপরই তারা পন্টুনে অপেক্ষায় থাকা ফেরিতে উঠতে দেন ট্রাকটি।

ট্রাকটির চালক কালাম বলেন, ‘আমি ৩টা ফেরিঘাট ঘুরেছি। অতিরিক্ত টাকা ছাড়া কোনো লস্করই ফেরিতে উঠতে দেয়নি। অতিরিক্ত টাকা না দিলে আমাকে ফেরিতে উঠতে দেবে না। বারবার বলার পরও উঠতে দিচ্ছে না। হাই লোডের টাকা দিলে উঠতে দেবে, টাকা না দিলে উঠতে দেবে না।’ এসময় এক প্রকার বাধ্য হয়েই ফেরিতে উঠতে দেখা যায় চালকের।

চালকের সঙ্গে থাকা আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিলের ইলেকট্রিক্যাল চিফ ইঞ্জিনিয়ার রাফসান কালবেলাকে বলেন, ‘এটা বলার কিছু নেই। প্রতিদিনই হেনস্তা হচ্ছি দৌলতদিয়া ঘাটে। আমার ড্রাইভার কিন্তু একেবারে নিরীহভাবে বলছে আমরা প্রতিনিয়তই হেনস্তা হচ্ছি, আপনারা একটু সহানুভূতি দেখান না কেন, সমস্যাটা কী। ফেরিঘাটে আসামাত্রই হাই লোডের জন্য টাকা চাইল, ঘাটে যারা ফেরির টিকিট নিল এবং যারা দায়িত্বে আছে। হাই লোডের নামে যে অতিরিক্ত টাকা নিচ্ছে এখানে সেই অতিরিক্ত টাকাটা যদি আমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দিতাম তাহলে এমন হতো না। এখানে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। ব্যবস্থা নিলে গাড়ির ড্রাইভার বা ট্রান্সপোর্টের লোকজন যারা আছে তারা সুবিধা পাবে, শান্তি হবে এদের।’

খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে ইব্রাহিম নামের ব্যক্তিকে লস্করের দায়িত্বে থাকার কথা রয়েছে। তবে ইব্রাহিম অনুপস্থিত থেকে তার পক্ষ থেকে বদলি হিসেবে একজন ব্যক্তিকে ডিউটি করতে দেখা যায় এবং অতিরিক্ত টাকা নিতেও দেখা যায়। আর যে অতিরিক্ত টাকাগুলো গাড়িপ্রতি ওঠায়, সেগুলো বদলি ডিউটিতে থাকা ব্যক্তিদের হাজিরা (বেতন) দিয়ে এরপর বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তাদের মধ্যে বণ্টন করেন। আর দীর্ঘ সময় ধরেই এ কাজগুলো করার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় গড়ে উঠেছে বিআইডব্লিউটিসির অসাধু সিন্ডিকেট। এ সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে অবৈধ উপায়ে বিআইডব্লিউটিসির দায়িত্বে থাকা লস্কররা অতিরিক্ত টাকা নিচ্ছেন প্রতি ট্রাক থেকে। ফেরির টিকিট থাকা সত্ত্বেও অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হয় লস্করদের। টাকা না দিলে ফেরিতে গাড়ি উঠতে দেন না তারা। তাই বাধ্য হয়েই লস্করদের দিতে হয় ফেরির টিকিটের চাইতে অতিরিক্ত টাকা।

তবে এখানেই শেষ নয়, দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে দায়িত্বরত যে লস্কররা আছেন, তারা কেউই বিআইডব্লিউটিসির না, তারা বদলি ডিউটি করে বলে জানা গেছে। তবে বদলি ডিউটি বলে কিছু আছে কি না জানতে চাইলে বিআইডব্লিউটিসি জানায়, এমন কোনো বদলির ডিউটির রীতি নেই।

অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে বিআইডব্লিউটিসির লস্করের বদলি ডিউটিতে থাকা ফরহাদ বলেন, ‘টিকিট চাইব না, টিকিট চাওয়া বাদ দিয়া টাকা চাবো ক্যা।’ তিনি বিআইডব্লিউটিসির কেউ নন, তবুও লস্করের দায়িত্বে কাজ করে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির কোটি গায়ে পরা তোফাজ্জেল নামের ব্যক্তি কালবেলাকে বলেন, ‘গাড়িটি এই ঘাটে আসার পর আমি ঘুরে অন্য ঘাটে যেতে বলেছি। তবে আমি তো টাকা চাইনি, চাইছে আরেকজন। চাইছে ওর নাম হলো ফরহাদ। ও বদলির ডিউটি করে।’

তিনি আরও বলেন, ‘ইব্রাহিম নামে একজন লস্করের দায়িত্বে থাকার কথা থাকলেও ইব্রাহিম ঢাকায় গিয়েছে। ইব্রাহিম ছুটি নিয়ে গেছে কি না আমার জানা নেই। তবে ইব্রাহিমের পক্ষ থেকে বদলির ডিউটি করছে ফরহাদ নামের ওই ছেলে।’

এসময় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুনের সারিং, রফিক নামের কর্মরত ব্যক্তিকেও ঘাটে দেখা যায়নি। বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে বারবার কল দিলেও তার সেটি বন্ধ পাওয়া যায়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের (ম্যানেজার মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ‘আমি কাউকে চিনি না। আমি বদলির কাউকে চিনি না। সারিংকে ডাকেন। আমি কোনো বদলির রীতি বিশ্বাস করি না। আমাদের নিয়মে কোনো বদলির লোক নেই। এখানে বাড়তি কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। যদি কেউ নেয় ওদের ধরেন। কোনো সুযোগ নেই। যদি নেয় আপনি ওদের ধরেন।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, ‘এরকম হলে তো আইনানুগ ব্যবস্থা হবে। যে যেই ঘাটেরই হোক, কোনো বেআইনি কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর ফরহাদ নামের কোনো লোক বিআইডব্লিউটিসির দৌলতদিয়ায় আছে, আমার জানা নেই। যারা অন্যায় করবে তারা সবাই আইনের আওতায় আসবে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা হবে।’

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নিজাম উদ্দিন কালবেলাকে বলেন, ‘আপনি ইউএনও স্যারকে ফোন দিতে পারেন। এটা আইনের বিষয়, এগুলো তারা অ্যাপ্লাই করে। আমি আমার জায়গা থেকে বলব। এরপর আপনি একটু বলেন।’

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, ‘এ বিষয়টা আমি খোঁজ নিচ্ছি এবং এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

গুঁড়া দুধ দিয়ে সহজ রসগোল্লা

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

বাসচালকের সিটে লুকানো ছিল ৩০ লাখ টাকার মাদক

হজে ব্যয় না হওয়া টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

১০

জাগপার নতুন কর্মসূচি ঘোষণা

১১

আরও ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি

১২

কপ৩০ সম্মেলনে আলোচনায় কী থাকছে

১৩

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

১৪

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ

১৫

সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের সামনে যত সিরিজ

১৬

এ ঘৃণ্য কাজটি যারা করেছেন, নিজেদের বিবেককে প্রশ্ন করুন : রিপন মিয়া

১৭

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় দেখালেন ছাত্রদল নেতা তারিক

১৮

নিয়মিত ব্লাড প্রেশার মাপা শুরু করবেন কখন থেকে

১৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

২০
X