গৌরবের তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক কালবেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। এতে জেলার প্রবীণ ও তরুণ গণমাধ্যমকর্মীরা এক অনন্য মিলনমেলায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মৃতিকে চিরসবুজ রাখার প্রতীক হিসেবে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কালবেলার প্রতিনিধিরা মিলে একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছ রোপণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট অ্যাডভোকেট সোহেল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, স্থানীয় দৈনিক সৈকত সংবাদ–এর সম্পাদক জহিরুল ইসলাম বাদশা, দৈনিক দ্বীপাঞ্চল–এর সম্পাদক মেশাররফ হোসেন ও সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান।
এ ছাড়া নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি সুমন শিকদার, একুশে টেলিভিশনের প্রতিনিধি জয়দেব রায়, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ, দেশ টেলিভিশনের প্রতিনিধি রিয়াজ আহমেদ মুছা, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মইনুল আবেদিন সুমন, দৈনিক যুগান্তরের উত্তর প্রতিনিধি তরিকুল ইসলাম রতন, দক্ষিণ প্রতিনিধি নূরুল আহাদ অনিক, বিজয় টিভির আসাদুজ্জামান, বৈশাখী টেলিভিশনের রাসেল শিকদার, দৈনিক রূপালী বাংলাদেশের তাপস মাহমুদ, আজকের পত্রিকার মনতোষ হাওলাদারসহ জেলার উদীয়মান তরুণ সাংবাদিক আতিকুর রহমান দিপু, জাহিদুল ইসলাম মেহেদী, কাশেম হাওলাদার ও অলিউল্লাহ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে দেশের প্রিন্ট মিডিয়াকে ডিজিটাল যুগে এগিয়ে নেওয়ার প্রশংসা করেন। বক্তারা বলেন, সন্তোষ শর্মা ও ডিজিটাল মিডিয়ার আইকন পলাশ মাহমুদের নেতৃত্বে মাত্র তিন বছরে কালবেলা দেশের অন্যতম প্রভাবশালী গণমাধ্যমে পরিণত হয়েছে।
তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কালবেলা সত্য, ন্যায় ও গণমানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
দৈনিক দ্বীপাঞ্চল-এর সম্পাদক মোশাররফ হোসেন তার বক্তব্যে কালবেলার বরগুনা প্রতিনিধি আসাদ সবুজের কয়েকটি আলোচিত প্রতিবেদনের উল্লেখ করে প্রশংসা করেন। তিনি বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম থেকে শুরু করে জেলার উন্নয়নমূলক নানা বিষয় কালবেলার মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরেছেন আসাদ সবুজ। ‘অঞ্জনের দোকানে বিএনপির অফিস’, ‘মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে বাবা খুনসহ তার বেশ কয়েকটি প্রতিবেদন দেশব্যাপী আলোচিত হয়েছে।
তিনি বরগুনা প্রতিনিধি আসাদ সবুজের পাশাপাশি কালবেলার সম্পাদক, প্রকাশক ও পুরো সাংবাদিক টিমের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্যে বরগুনা প্রতিনিধি আসাদ সবুজ বলেন, ‘পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায়ই কালবেলার এই অদম্য অগ্রযাত্রা সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও এই ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করি।’
আলোচনা শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা কেক কেটে কালবেলার চতুর্থ বর্ষে পদার্পণ উদযাপন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বেতাগী প্রতিনিধি মেহেদী হাসান কোয়েল, বামনা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, পাথরঘাটা প্রতিনিধি আল আমিন ফোরকান ও তালতলী প্রতিনিধি নাঈম ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর স্মৃতিকে চিরসবুজ রাখার প্রতীক হিসেবে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসাদ সবুজ ও উপজেলা প্রতিনিধিরা মিলে একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছ রোপণ করেন।
মন্তব্য করুন