রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

রাকসুতে পরাজিতদের মিলনমেলা, ঐক্যের সুরে নতুন প্রত্যয়

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীরা একত্রিত হয়েছিলেন এক ভিন্নধর্মী আয়োজনে— পরাজিতদের মিলনমেলায়।
রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীরা একত্রিত হয়েছিলেন এক ভিন্নধর্মী আয়োজনে— পরাজিতদের মিলনমেলায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠের বিকেলটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। সূর্য ঢলে পড়ছে, মাঠে বাতাসে ভেসে আসছে হাসির শব্দ, গিটার বাজনার সুর আর তরুণদের উচ্ছ্বাস।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একত্র হয়েছিলেন এক ভিন্নধর্মী আয়োজনে— ‘পরাজিতদের মিলনমেলা’।

নির্বাচনের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতার হিসাব কিংবা ভোটের ফলাফলের গ্লানি পেছনে ফেলে তারা সাজিয়ে তুলেছিলেন বন্ধুত্ব ও ঐক্যের উৎসব। ছিল গান, খেলা, আড্ডা ও খাওয়া-দাওয়ার আয়োজন। একসঙ্গে বসে হাসছিলেন সেই প্রার্থীরাই, যারা কয়েকদিন আগেও ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী।

মিলনমেলায় উপস্থিত ছিলেন রাকসুতে ছাত্রদল সমর্থিত ভিপি পদে পরাজিত প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। হাতে মাইক্রোফোন, চারপাশে সহপাঠীদের উচ্ছ্বাস। তিনি বলেন, আমরা এখানে এক হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে— সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব একটি ক্যাম্পাস গড়তে। আমরা হয়তো পরাজিত, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে দায়িত্ব আমাদেরও কম নয়।

তিনি আরও বলেন, যারা বিজয়ী হয়েছেন, তারা যেন তাদের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেন। আমরা যারা পরাজিত হয়েছি, তাদের কাজ হবে সেই বাস্তবায়ন তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের সবার, তাই এক সঙ্গে কাজ করলেই এটি আরও সুন্দর হবে।

আবীর এ সময় নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ভাই জাহিদ নির্বাচনের আগে বলেছিলেন— যেই জিতি না কেন, আমরা সবাই এক সঙ্গে কাজ করব। আমরা চাই তিনি সেই কথাটা রাখুন। কারণ আমরা সবাই চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির ক্যাম্পাস।

স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী শাহ পরাণ মঞ্চে এসে হাসিমুখে বলেন, অনেকে বলেছে, আমরা নাকি হেরে গিয়ে কাঁদছি। সেই কান্নার সুরটা সবাইকে শুনিয়ে দিতেই আমাদের এ আয়োজন। তবে এই কান্না আনন্দের, একতার। আমরা সবাই এক সঙ্গে আছি, হারলেও মন হারাইনি।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল সবাইকে এক জায়গায় নিয়ে আসা। এখানে খেলাধুলা, গান, গল্প সবকিছু আছে। আসলে আমরা বন্ধুত্বকে উদযাপন করতে চেয়েছি।

মিলনমেলায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন হল সংসদের পরাজিত প্রার্থীরা। কেউ মঞ্চে গান গেয়েছেন, কেউ মজার গল্প শুনিয়েছেন, কেউ আবার বসে চুপচাপ শুনেছেন সহপাঠীদের হাসিঠাট্টা। একসময় যে প্রতিযোগিতা ছিল, সেটি রূপ নিয়েছে সহযোগিতায়।

মিলনমেলা শেষে সবাই একে অপরের কাঁধে হাত রেখে প্রতিজ্ঞা করেন— ‘আমরা সবাই মিলে গড়ব সুন্দর, সহমর্মী ও সম্প্রীতির রাজশাহী বিশ্ববিদ্যালয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই

দরকষাকষি করে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল

৭ ধরনের মানুষের জন্য ওরস্যালাইন হতে পারে বিপদ

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান 

ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজে পেল পাকিস্তান

ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

হলুদিয়া জয়া!

১০

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত 

১১

৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার পর যা বললেন আফ্রিদি

১২

মিষ্টি ও জাঙ্কফুডের ক্রেভিং কমাতে ১১ সহজ টিপস

১৩

কেন মুম্বাই ছাড়ছেন পরীণীতি?

১৪

আজ নতুন বন্ধু পাতানোর দিন

১৫

ভয়াবহ আগুনে পুড়ল ১৭ দোকান

১৬

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

১৭

আরও ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে তারকা ফরোয়ার্ড

১৮

চোখের ৫ লক্ষণ যেগুলো হালকাভাবে নিলে হতে পারে বিপদ

১৯

পারমাণবিক প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

২০
X