ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপি। দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে দলটির।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সদরের মাহমুদপুর বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আলিপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫।
সম্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা-২ এর সাংগঠনিক টিম প্রধান ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ভাবলু। বিশেষ অতিথি ছিলেন– সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, প্রভাষক মো. আতাউর রহমান প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলিপুর ইউনিয়নের নেতাকর্মীরা যে ঐক্য ও আনুগত্য প্রদর্শন করেছেন, তা জেলা বিএনপির জন্য অনুকরণীয়।
জেলা বিএনপির নেতারা বলেন, আলিপুর ইউনিয়ন আজ প্রমাণ করেছে যে, সংগঠনের ভেতর ঐক্য থাকলে বিভেদ নয়, সহযোগিতাই নেতৃত্ব নির্ধারণ করতে পারে।
অনুষ্ঠানে বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রেজাউল ইসলাম সভাপতি, মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ সাধারণ সম্পাদক এবং মো. মোস্তাফিজুর রহমান চান্দু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন– জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য হাবিবুর রহমান হবি, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, আতাউর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানউল্লাহ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন