লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে আ.লীগের উন্নয়ন প্রচারণার গাড়িবহরে হামলা, ফেসবুকে মাশরাফীর স্ট্যাটাস

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আ.লীগের মনোনয়নপ্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আ.লীগের মনোনয়নপ্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণার গাড়িবহরে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ।

এদিকে ক্ষোভ প্রকাশ করে ওই হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোনয়নপ্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নড়াইলের লোহাগড়ার আলাউদ্দিন মুন্সির মোড় থেকে লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় ৩০০ মোটরসাইকেলের একটি বহর নিয়ে নড়াইল জেলা শহরে পৌঁছায়। এরপর মোটরসাইকেল বহরটি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া বাজারে পৌঁছালে গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় আমিসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়। এ সময় সন্ত্রাসীরা এসেই আমাকে অকথ্য গালাগাল করে এবং দেশীয় অস্ত্রসস্ত্রসহ এই হামলা চালায়। হামলায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়।

তিনি গণমাধ্যমে কর্মীদের কাছে অভিযোগ করে আরও বলেন, আমাকে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। তিনি এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাচ্চু, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খান ও আওয়ামী লীগ নেতা মো. বাদশা কাজী প্রমুখ।

সংবাদ সম্মেলনে এ এম আব্দুল্লাহ আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ফেসবুকে বর্তমান সাংসদ সমর্থক গোষ্ঠী আমাকে নানা রকম ভয়ভীতি, কটূক্তি ও মিথ্যা প্ররোচনা চালিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়নের ক্ষেত্রে শত ফুল ফুঁটতে দিতে বলেছেন, সেখানে এ ধরনের মানুষিকতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই মানসিকতার সঙ্গে এই হামলার সম্পর্ক থাকতে পারে বলে নানা ঘটনায় প্রতিমান হয়েছে বলে তিনি দাবি করেন। এ কারণেই আমাকে হত্যা চেষ্টাসহ নারকীয় হামলার প্রশাসনিক তদন্ত করে দোষীদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতেই ব্যক্তিগত ফেসবুক পেজে হামলার নিন্দা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তার ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ সানি বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে মাশরাফী লিখেছেন, গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরা আমাদের সবারই দায়িত্ব ও কর্তব্য। গতকাল বিকেলে (১৩ সেপ্টেম্বর) শাহবাদ ইউনিয়নের আলোকদিয়া বাজারে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ ভাইয়ের গাড়িবহরে যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই পুলিশ প্রশাসনের কাছে। তিনি বলেন, আর একটি কথা না বললেই নয়, দুর্বৃত্তদের কখনো কোনো দল, কোনো নেতা থাকে না। তারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে তাদের নিজস্ব ফায়দার আশায়।

এ ব্যাপারে জানতে চাইলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা কালবেলাকে ফেসবুক পেজে লেখা বিষয়গুলো পুনর্ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

১০

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

১১

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

১৩

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১৪

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমানোর ১১ সহজ উপায়

১৫

বিশ্বকাপের ‘টিকিট’ কেটে প্রথম প্রতিক্রিয়ায় যা জানাল স্কটল্যান্ড

১৬

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

১৭

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

১৮

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

১৯

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

২০
X