বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে : আবু নাসের

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারী সমাবেশে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারী সমাবেশে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। খালেদা জিয়ার আপসহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর গির্জা মহল্লা একে স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারী সমাবেশ ও দোয়া-মোনাজাতে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের আয়োজন করেন আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। নারী ও সমাবেশ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠানে মহিলা দলসহ প্রায় পাঁচ হাজার নারী অংশগ্রহণ করেন। এটি বরিশালে নারীদের অংশগ্রহণে স্মরণকালের বৃহৎ দোয়া-মোনাজাত অনুষ্ঠান।

তিনি বলেন, ১৯৮৬ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াত, স্বৈরাচার এরশাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করেছিল; কিন্তু বেগম খালেদা জিয়ার দৃঢ় ও আপসহীন অবস্থানের কারণে সেই অবৈধ সংসদ টিকতে পারেনি।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা বারবার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি আপস করেননি। তার আপসহীন অবস্থানের কারণেই তাকে কারাগারে যেতে হয়েছিল। অথচ কারাগার থেকেও তিনি গণতন্ত্রের জন্য আন্দোলনরত জনগণকে অনুপ্রেরণা দিয়ে গেছেন।

আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচারের ষড়যন্ত্রে পা না দেওয়ায় বেগম জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয়েছিল। কিন্তু সেই নির্যাতনও তার আদর্শকে পরাজিত করতে পারেনি। বাংলাদেশের নারী জাগরণের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি শুধু রাজনীতির মাঠে নয়, নারী নেতৃত্বের শক্তি হিসেবেও এক অপ্রতিরোধ্য উদাহরণ স্থাপন করেছেন।

তিনি বলেন, বেগম জিয়া নারীদের শিখিয়েছেন কীভাবে সাহসী হতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নিজের অধিকার আদায় করতে হয়। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি প্রমাণ করেছেন নেতৃত্বের প্রশ্নে নারী-পুরুষের কোনো পার্থক্য নেই।

আবু নাসের বলেন, আজ যে নারীরা রাজনীতিতে, প্রশাসনে কিংবা সামাজিক নেতৃত্বে নিজেদের অবস্থান তৈরি করছেন তাদের অনেকেই খালেদা জিয়ার আদর্শ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। তিনি দেখিয়েছেন, নারী মানেই দুর্বল নয়, নারীই পারে জাতিকে নেতৃত্ব দিতে। বেগম জিয়ার দৃঢ়তা নারীদের শিখিয়েছে যে, আপস নয়, আদর্শের পক্ষে অটল থাকাই সত্যিকারের শক্তি।

এ সময় সমাবেশে বেগম জিয়ার সুস্থতা কামনা এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এর আগে অনুষ্ঠিত নারী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে সেজে অনুষ্ঠানে অংশ নেয় দুই শিশু। তাদের দুজনের সঙ্গে সেলফি এবং ছবি তোলেন অংশগ্রহণকারী নারীরা।

অনুষ্ঠানে বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, সদর উপজেলা মহিলা দলের নেত্রী ইসরাত জাহান রিমা, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মহিলা দল নেত্রী জাহানারা পারভীন, জাগুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মহিলা দল নেত্রী সেতারা বেগম, শায়েস্তাবাদ ইউনিয়ন মহিলা দল নেত্রী হোসনে আরা বেগম, চরমোনাই ইউনিয়ন মহিলা দল নেত্রী হনুফা বেগম, চন্দ্রমোহন ইউনিয়ন মহিলা দল নেত্রী সাহেরা বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুরা ইউনিয়ন মহিলা দল নেত্রী নীরু বেগম, চরবাড়িয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী জয়নব বিবী, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী কহিনুর বেগম, জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবির, জেলা ছাত্রদলের আঁখি ইসলাম, স্বর্ণা ইসলাম, নগরীর ২৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের ফরিয়া ইয়াসমিনসহ বরিশাল মহানগর এবং সদর উপজেলার ১০ ইউনিয়নের মহিলা দল নেতাকর্মী এবং সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

চূড়ান্ত হলো বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট, কবে কার ম্যাচ

কেন নিজের সিনেমা দেখেন না কোয়েল?

সাতসকালে ঝরল স্কুলশিক্ষার্থীসহ ৩ প্রাণ

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত

ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড

জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা

ফারিণের ‘মেঘছায়া’

ব্রেন্টফোর্ডের মাঠে লিভারপুলের লজ্জার পরাজয়

পিকেএসএফে চাকরির সুযোগ, শুরুতে বেতন দুই লাখ

১০

গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি : সেলিম ভূঁইয়া

১১

মুগ্ধ করলেন ইমরান-ইয়ামি

১২

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী

১৩

ইলিশ কেনাবেচায় সরগরম চাঁদপুরের মাছঘাট

১৪

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, রয়েছে থাকা-খাওয়ার সুবিধা 

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

শুল্ক সংঘাত ঠেকাতে মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বৈঠক

১৮

ইউক্রেন যুদ্ধবিরতি নিশ্চিত না হলে পুতিনের সঙ্গে বৈঠক নয় : ট্রাম্প

১৯

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে : আবু নাসের

২০
X