

বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ঘের থেকে নয়ন শিকদার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল সে। নয়ন শিকদার (৪) সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে।
নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ করি। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। কিন্তু নয়নকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় তার ডাকচিৎকারে মানুষ ছুটে গেলে নয়নের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
চিতলমারী থানার ওসি রোকেয়া খানম কালবেলাকে বলেন, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন