পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘বাণিজ্য মন্ত্রণালয় যদি মোর কাছত থাকিল, সোনায় সোহাগা করি দিনু’

রংপুরে বক্তব্য দেন এমদাদুল হক ভরসা। ছবি : কালবেলা
রংপুরে বক্তব্য দেন এমদাদুল হক ভরসা। ছবি : কালবেলা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এমদাদুল হক ভরসা বলেছেন, বিগত ১৬ বছর এই আসনের সংসদ সদস্য ছিলেন টিপু মুনশি। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও এলাকার কোনো উন্নয়ন করেননি।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) ১৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েও এই এলাকার তেমন কোনো উন্নয়ন না করায় তিনি রংপুরের আঞ্চলিক ভাষায় আফসোস করে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় যদি মোর কাছত থাকিল হয় বাহে, এক্কেরে সোনায় সোহাগা করি দিনু হয়।’

এমদাদুল হক ভরসা বলেন, এই আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ২৫ বছর। আওয়ামী লীগের ছিলেন ১৬ বছর। কিন্তু এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবারও যদি ভুল প্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে এই এলাকার উন্নয়ন আবারও থেমে যাবে। তাই আমি আহ্বান জানাই—আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিন, সঠিক প্রতিনিধি বেছে নিন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পকারখানা স্থাপন, নৌ-যোগাযোগ পুনরায় চালু এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।

এমদাদুল হক ভরসা বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে। ১৯৭৯ সালে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রহিম উদ্দিন ভরসা জয়ী হয়েছিলেন। এমদাদুল হক ভরসা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো এমপি প্রার্থী হিসেবে বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন।

তিনি রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক আবু সাদাত  

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ঝড়ো রেকর্ড

ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ

নিক্সন চৌধুরীর সহযোগী গ্রেপ্তার

নির্বাচনকে ঘিরে কিছু মহল ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে : সেলিমা রহমান

সোলার পাওয়ার প্ল্যান্টে ৬৭ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড অর্থায়ন করল ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল

১০

তারেক রহমান / দয়া করে আমার নামের আগে বিশেষণ ব্যবহার করবেন না

১১

ফিকি সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড ২০২৫ / কমিউনিটি ইমপ্যাক্ট বিভাগে চ্যাম্পিয়ন ইউনিলিভার বাংলাদেশ 

১২

সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : বাবর

১৩

গ্লোবাল সাউথ পার্টনারশিপের পক্ষে কথা বললেন সবুর খান

১৪

অনুষ্ঠিত হলো উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট

১৫

এবার অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা শিক্ষকদের

১৬

পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

১৭

‘বাণিজ্য মন্ত্রণালয় যদি মোর কাছত থাকিল, সোনায় সোহাগা করি দিনু’

১৮

কুমিরা–গুপ্তছড়া নৌরুট / বিনামূল্যে গর্ভবতী নারী ও মরদেহ পরিবহন সার্ভিস চালু

১৯

উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

২০
X