

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, রফিকুল ইসলাম ফুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। শনিবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে একটি টিম বিমান অফিস মোড় থেকে রাত ১১টার দিকে রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে গ্রেপ্তার করে। ঢোলের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, দুজনকেই বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন