

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বাঁ পায়ে লাল কালি দিয়ে লেখা ছিল কয়েকটি নাম। এসব নাম নিয়েই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালগাছী এলাকার মহাসড়কের পাশ থেকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার (৪০) উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।
নিহতের স্ত্রী রীমা খাতুন বলেন, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে আমার স্বামী এমদাদুল মোবাইল ফোনে জানান, কয়েকজন তার কাছে সুদের টাকা পায়। একজন সুদ কারবারি ২০ হাজার টাকা ঋণ দিয়ে সাড়ে তিন লাখ টাকা চেয়ে চাপ সৃষ্টি করছে। এমন চাপের কারণেই তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর বাড়ি ফিরে আসেননি।
তিনি আরও বলেন, ইমদাদুলের বাঁ পায়ের হাঁটুর উপরে লাল কালি দিয়ে স্থানীয় কয়েকজন সুদ কারবারির নাম লেখা রয়েছে। এ নামগুলোর জন্যই আত্মহত্যা করেছেন তিনি।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুদের দেনার কারণেই আত্মহত্যা হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন