চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসির সংলাপে ইসলামিক ফ্রন্টের ৯ প্রস্তাবনা

সংলাপে অংশ নেওয়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা। ছবি : কালবেলা
সংলাপে অংশ নেওয়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতারা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে ৯টি বিশেষ প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংলাপে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর।

রোববার (১৬ নভেম্বর) ইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে এসব প্রস্তাবনা দেওয়া হয়।

সংলাপে নেতারা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকাশক্তি হচ্ছে নির্বাচন। তাই এখন প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। জাতি এমন পরিবেশ চায়, যেখানে জনমতের প্রতিফলন তথা ভোটাধিকার প্রয়োগে কোনোরূপ বিঘ্ন সৃষ্টি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক পক্ষের পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে ক্রমশ সংঘাতময় করে তুলছে।

নির্বাচনকেন্দ্রিক অবাঞ্ছিত জেদাজেদি এবং ক্ষমতায় যাওয়ার উগ্র বাসনা ক্রমাগত নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এমনি পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের পারস্পরিক ঐকমত্য খুবই জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের মাধ্যমেই বর্তমানে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে সৃষ্ট সর্বপ্রকার সমস্যার অবসান হতে পারে বলে আমরা মনে করি।

সংলাপে অংশ নেওয়া দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারি বলেন, আমরা দলের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ইসির সঙ্গে সংলাপে নয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেছি। জাতি এখন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমরাও একটি গণতান্ত্রিক দল হিসেবে জাতির বহুল কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনের জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৯ দফা দাবিগুলো হলো— নির্বাচন কমিশন ঘোষিত ফেব্রুয়ারি’ ২৬ এ নির্বাচন আয়োজন, সারাদেশে একই দিনে নির্বাচন না করে পৃথক পৃথকভাবে ৪ (চার) পর্যায়ে আয়োজন, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, অর্থ পাচারকারী ও আদালতে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনকালীন প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা, নির্বাচনে কালো টাকার ব্যবহার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিধানে পুলিশ প্রটেকশন দেওয়া এবং প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী নিয়োজিত রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X