

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন বানচাল করার জন্য ফ্যাসিস্ট আওয়ামীলীগসহ বিভিন্ন অপশক্তি জ্বালাও-পোড়াওসহ ষড়যন্ত্র করছে। তাদের নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র সফল হবে না।
১৬ নভেম্বর (রবিবার) কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারছে না। ১৭ বছর গুম, জুলুম, মামলা-হামলা, নির্যাতনের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারা ভোট দিতে মুখিয়ে আছে। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। তোমরা তোমাদের পিতা-মাতাকে বলবে ধানের শীষ প্রতীকে ভোট দিতে। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, একটা দল কোরআন শরিফ হাতে নিয়ে মানুষের প্রতিশ্রুতি আদায় করতে চায়। জান্নাতের টিকিটের বিনিময়ে ভোট দাবি করতে চায়। তাদের বিষয়ে সাবধান থাকবেন। ছাত্র-ছাত্রীরা তোমাদের পিতামাতাকে সাবধান করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ‘ছাত্রজীবনে অনেক বাধাবিপত্তি আসে। একে জয় করতে হবে। চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। তোমাদের বয়সে আমার বাবা আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আমি ভেঙে পড়িনি। তোমরাও যে কোনো বাধা এলে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবে। নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য নিজেদের নিয়োজিত রাখবে।’
সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক হাসিবুল হিসানের সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল রওশন আরা বেগম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামীম হাসান, সহসভাপতি হাজি রুহুল আমিন, মৎস্যজীবী দল আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ইব্রাহিম, তানাকা গ্রুপ চেয়ারম্যান মহিউদ্দিন মাহিন, যুবদল আহ্বায়ক হাজি আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক এমএ অভি ও আশরাফুল আলম, মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
মন্তব্য করুন