কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৪:০৫ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনে একটি প্যাভিলিয়নে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সম্মেলনস্থলে আগুন লাগার পর আলোচনা ব্যাহত হয়। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক জলবায়ু প্রচেষ্টা জোরদার করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করার সময় সেখানে আগুন লাগে। এরপর দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়। জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দিনের শুরুতে শীর্ষ সম্মেলন থেকে একটি চুক্তির আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রদর্শনী প্যাভিলিয়নে আগুন লাগার পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং নিরাপত্তাকর্মীরা বিশাল ভবনে থাকা হাজার হাজার প্রতিনিধিকে বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন।

সম্মেলনে অন্তত ২০০টি দেশের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। আগুন লাগার পর সেখানে ধোঁয়া উড়তে থাকে। লোকজনকে ছুটে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

এদিকে ব্রাজিলের আমাজন শহর বেলেমে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনটি জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসার মতো বিষয়গুলোয় একটি চুক্তি করতে বুধবারের সময়সীমা পার করে ফেলেছে।

অন্যদিকে জানানো হয়, বৃহস্পতিবার ব্রাজিল দেশের সরকারগুলোর সামনে একটি খসড়া চুক্তি আনে। যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে আসার জন্য কোনো রোডম্যাপ অন্তর্ভুক্ত ছিল না। দুই আলোচক রয়টার্সকে জানিয়েছেন, যদিও নথিটি নিয়ে এখনও আলোচনা শেষ হয়নি।

রয়টার্স বলছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে এবং উষ্ণায়নের ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় কারণ।

সোমবার ব্রাজিলের বেলেম শহরে দুই সপ্তাহব্যাপী কপ-৩০ সম্মেলন শুরু হয়।

ব্রাজিলের পথ ধরে, উন্নত ও উন্নয়নশীল উভয় দেশসহ কয়েক ডজন দেশ জীবাশ্ম জ্বালানি থেকে দেশগুলোকে কীভাবে দূরে সরে যেতে হবে তা নির্ধারণ করে একটি রোডম্যাপ তৈরির জন্য চাপ দিচ্ছে। কিছু জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশসহ অন্যান্যরা এর বিরোধিতা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X