জামালপুরে সরিষাবাড়ীতে টিউবওয়েলের পানি পান করার পর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন শিক্ষার্থী।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় পানি পানের পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টায় উপজেলা পোগলদিঘা ইউনিয়ন থেকে ১৪ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে। তার মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় এবং বাকিরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। পরে মধ্যরাতের দিকে তারাও সুস্থ হয়ে বাড়ি চলে যায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়া ওই শিক্ষার্থীদের মাঝে আবারও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং একইসঙ্গে বগারপাড় উচ্চ বিদ্যালয়ের আরও পাঁচজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে হাসপাতালে চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর তথা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ ১৪ জনই বগারপাড় উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। তারা বগারপাড় এলাকায় কামরুজ্জামান লিটনের চাইল্ড কেয়ার কোচিং সেন্টারের নিয়মিত পড়ালেখা করে।
অসুস্থ ছাত্রী চৈতী জানান, গতকাল আনুমানিক রাত ৮টার দিকে কোচিং সেন্টারের বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম লাগছিল। পরে আমরা টিউবওয়েলের পানি পান করি। এর কিছুক্ষণ পর হতেই আমাদের গলা শুকিয়ে আসে এবং কথা বলতে পারি না। আর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে হাসপাতালে এনে ভর্তি করে।
এদিকে অসুস্থ এক ছাত্রীর ভাই বলেন, গতকাল আমার বোন সুস্থ হয়ে বাড়ি যায় কিন্তু আজ সকালে আবারও সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনলে ডাক্তার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে উন্নততর চিকিৎসার জন্য রেফার্ড করেছে।
এ ব্যাপারে চাইল্ড কেয়ার কোচিং সেন্টারের পরিচালক কামরুজ্জামান লিটন জানান, বিষয়টি নিয়ে আমি খুবই মর্মাহত এবং এই নিয়ে আমি নিজেই উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি আছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম কালবেলাকে জানান কারেন্ট না থাকায় অক্সিজেনের স্বল্পতায় এমনটি হতে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন