বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অনেকের শাসন দেখেছেন এবার ইসলামপন্থিদের সুযোগ দিন : রেজাউল করীম

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আপনারা অনেক শাসন দেখেছেন, এবার ইসলামপন্থিদের সুযোগ দিন। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামি কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। ইসলামপন্থিরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, অবিচার ও খুনাখুনি থাকবে না। দেশের টাকা বিদেশে পাচার হবে না।’

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের পূর্বের গণভোটসহ পাঁচ দফা’ দাবিতে বরিশালে ইসলামিসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা বাংলাদেশের পরিবশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তাদের জায়গা বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করে চরমোনাই পীর বলেন, ‘আমরা এ দেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি। চাঁদাবাজি ও মানুষ খুন হবে, এটা দেখার জন্য রাস্তায় নামিনি।’

এ সময় প্রধান অতিথি মুফতি রেজাউল করীম আরও বলেন, ‘যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি ও পাচার করেছে এবং চোরের দিক থেকে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সমাবেশ থেকে ম্যাসেজ দিতে চাই; তাদের জায়গা বাংলার মাটিতে হবে না, তাদের উৎখাত করতে হবে।’

তিনি বলেন, “আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের এ দেশে আর সুযোগ দেওয়া হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখলের সঙ্গে যারা জড়িত তাদের স্পষ্ট ভাষায় বলছি- ‘আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে’। এখনো আপনারা পরিবর্তন হোন।”

মুফতি রেজাউল করীম বলেন, ‘হাসিনাও বলেছিল যে ‘শেখ হাসিনা পালায় না’। কিন্তু তিনি রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি। সুতরাং দেশের সবার শিক্ষা নিতে হবে। নয়তো এমন পরিণতির জন্য আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।’

এর আগে দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ইসলামি সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে আট দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ ঘিরে বেলা ১১টা থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা থেকে সড়ক এবং নৌপথে বরিশালে আসতে থাকেন আট দলের নেতাকর্মীরা।

বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী নেতাকর্মীরা হাতপাখা ও দাড়িপাল্লা প্রতীক, ব্যানার এবং ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। দুপুর ১২টা বাজতেই বেলস পার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন চরমোনাই পীরসহ আট দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন নিয়ে ইসির বিজ্ঞপ্তি

ড্রয়ের আগে জেনে নিন ২০২৬ বিশ্বকাপের নতুন সব নিয়ম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

শাকিবের যে উপদেশে বদলে গেলেন অপু

‘দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন’

দেশে ভিভিআইপি ও ভিআইপি কারা, কী সুবিধা পান তারা

নির্বাচন-গণভোটের সম্ভাব্য তারিখ জানালেন ইসি আনোয়ারুল

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ওয়েবিনার

ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হলে শরীরে যেসব লক্ষণ প্রকাশ পায়

অনেকের শাসন দেখেছেন এবার ইসলামপন্থিদের সুযোগ দিন : রেজাউল করীম

১০

গাছে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ

১১

ঝুঁকির মুখে ৭১ কিমি রেলপথে ট্রেন চলাচল 

১২

গৃহবধূ লাবনী হত্যার রহস্য উন্মোচন

১৩

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ ভরাট করল বিএনপির নেতাকর্মীরা

১৪

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন

১৫

ভাঙা দাঁতের খোঁচাতেও হতে পারে ভয়ংকর রোগ

১৬

সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে : ছাত্রদল

১৭

চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের আহ্বান ৪ ছাত্র সংসদের

১৮

বিএনপি-এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন : নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

আট ফুট লম্বা অজগর উদ্ধার

২০
X