

উদীয়মান শিল্পী আজওয়াদ আহমেদের প্রথম একক শিল্পপ্রদর্শনী ‘দ্য লুমিনাস শেড অব সলিটিউড’ গ্যালারি চিত্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ শিল্পপ্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অধ্যাপক নিসার হোসেনের কিউরেশনে আয়োজিত এ প্রদর্শনীতে আজওয়াদ আহমেদের সাম্প্রতিক শিল্পকর্মের একটি নির্বাচিত সংগ্রহ উপস্থাপিত হয়েছে। যেখানে নীরবতা, আত্মমগ্নতা ও সংযত আবেগের বিষয়গুলো অনুসন্ধান করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে শিল্পী, সমালোচক, শিক্ষাবিদ ও শিল্পানুরাগীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত শিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাভেদ জলিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্যাতিমান শিল্পসমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ, যিনি প্রদর্শনীর ধ্যানমগ্ন বৈশিষ্ট্য ও সমকালীন দৃশ্যশিল্পে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা আজওয়াদ আহমেদের সূক্ষ্ম অথচ গভীরভাবে আবেগস্পর্শী দৃশ্য ভাষার প্রশংসা করেন। তাদের মতে, শিল্পীর সংযত অভিব্যক্তি দর্শকের মনে গভীর আবেগিক ও বুদ্ধিবৃত্তিক অনুরণন সৃষ্টি করে। প্রদর্শিত শিল্পকর্মগুলো নীরব মনোযোগ ও ধ্যানের আহ্বান জানায়, যেখানে সরাসরি বর্ণনার পরিবর্তে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে অর্থ উদ্ভাসিত হয়। ‘দ্য লুমিনাস শেড অব সলিটিউড’ প্রদর্শনীটি ১৮ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি চিত্রকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন