তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ
কমছে কীটনাশক ব্যবহার

সিরাজগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে আলোক ফাঁদ

রোপা আমন ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় নিধনে আলোক ফাঁদ ব্যবহার করছেন কৃষক। ছবি : কালবেলা
রোপা আমন ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় নিধনে আলোক ফাঁদ ব্যবহার করছেন কৃষক। ছবি : কালবেলা

কীটনাশক ব্যবহার না করে ক্ষতিকারক পোকামাকড়ের কবল থেকে রোপা আমন ফসল রক্ষায় শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে আলোক ফাঁদ। বিশেষ করে এখন ফসলের ক্ষতি করে এমন কারেন্ট পোকা, মাজরা পোকা, গান্ধি পোকা ও চুঙ্গি পোকাসহ বাদামি ঘাস ফড়িং দমনে জমিতে আলোক ফাঁদ বা পার্চিং পদ্ধতি ব্যবহার বেড়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাতে উপজেলার গোন্তা-কাঁটাগাড়ি আঞ্চলিক সড়কের তালম ইউনিয়নের গোন্তা এলাকায় এ পদ্ধতি ব্যবহার করা হয়।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার তালম, বারুহাঁস, নওগাঁ, তাড়াশ সদর, মাধাইনগর, দেশিগ্রাম ও তাড়াশ পৌর এলাকায় চলতি বছর প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে স্থানীয় জাতের আব্দুল গুটি, কাটারী ভোগ, ব্রি-৯০, ব্রি- ৪৯, ব্রি-৫১, ব্রি-৫৮, ব্রি-৩৪ ও ব্রি-৩৬ জাতের রোপা আমনের আবাদ করা হয়েছে।

এ দিকে স্থানীয় তালম ইউনিয়নের পাড়িল গ্রামের আব্দুল মমিন, দশের আলী, ইউসুফ আলী, গোন্তা গ্রামের নবির উদ্দিন, আরমান সরকার, শরিফুল ইসলাম, মোবারক হোসেনসহ একাধিক কৃষক জানান, বর্তমানে রোপা আমনের কিছু জমিতে রাসায়নিক সার দেওয়ার পর থেকেই কিছু বাদামি ঘাসফড়িং বা কারেন্ট পোকা, পাতা মোড়ানো পোকা ও চুঙ্গি-মাজরাসহ নানা ধরনের ক্ষতিকারক পোকার আক্রমণ দেখা যাচ্ছে।

এসব পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকরা কীটনাশকও ব্যবহার করছেন। কিন্তু এর ব্যক্তিক্রম রয়েছে উপজেলার তালম, দেশিগ্রাম ইউনিয়নসহ অনেক এলাকায়। এখানকার কিছু কৃষক কীটনাশক ব্যবহার না করে বা কমমাত্রায় ব্যবহার করে বেছে নিয়েছে অন্য আরেকটি পদ্ধতি। তারা বিদ্যুৎ বা ব্যাটারিচালিত আলোর মাধ্যমে রোপা আমনের জমিগুলোতে আলোক ফাঁদ বা ডাল পুতে পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন।

মূলত সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রোপা আমন জমির মাঝখানে বা পোকা আসে এমন স্থানে শক্ত বাঁশ-কাঠ কিংবা তিনটি লোহার দণ্ড দিয়ে কাঠামো বানিয়ে সেখানে একটি পাত্রের মধ্যে পানি ও ডিটারজেন্ট পাউডার মেশানো হয়। পরে সেখানে একটি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হয়। আর বাতি জ্বালিয়ে রাখার ফলে কিছুক্ষণ পর ওই পাত্রে উপকারী ও ক্ষতিকর পোকারা আসতে শুরু করে। তখন সেখানে থাকা কৃষি কর্মকর্তারা এসব পোকা নিরূপণ করেন।

সেখানে উপকারী পোকা বেশি থাকলে এবং তা ক্ষতিকারক পোকাকে প্রতিহত করতে পারলে সেখানকার রোপা আমন জমিতে আর কীটশানক ব্যবহার করা হয় না। আর উপকারী পোকা কম থাকলে তা ক্ষতিকারক পোকাকে প্রতিহত করার ক্ষমতা না থাকলে তখন কৃষি কর্মকর্তাদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক মাত্রানুযায়ী প্রয়োগের ব্যবস্থা করা হয়।

এতে যত্রতত্র কীটনাশক ব্যবহার না করায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পাশাপাশি ক্ষতিকারক কীটনাশক থেকে রক্ষা পায় উপকারী পোকা।

দেশিগ্রাম ইউনিয়নের শ্যামপুর গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, জমিতে ডাল পুতে ও আলোক ফাঁদ তৈরি করে তিনি তার জমিতে পোকা দমনে অনেকটাই সফলতা পেয়েছেন। পাশাপাশি একাই গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, আলোক ফাঁদ দিয়ে ক্ষতিকারক পোকা সম্পর্কে ধারণা নিয়ে আমি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে জমিতে অল্প পরিমাণ কীটনাশক প্রয়োগ করছি। এতে আমার কীটনশাক খরচ গত বছরের চেয়ে অর্ধেকেরও কম হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালম ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সুমন ও নুহু আলম রতন জানান, রোপা আমনের ফসলি জমিতে পোতা ডালগুলোর ওপরে পাখি বসে ফসলি জমির ক্ষতিকারক পোকা ও পোকার ডিম খেয়ে ফেলে। যার ফলে আর কীটনাশক ব্যবহার করতে হয় না। ফলে কৃষক জমিতে কীটনাশকের খরচে কমিয়ে অধিক ফলন উৎপাদন করতে পারেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পোকামাকড় যাতে ফসল নষ্ট না করতে পারে তার জন্য কৃষকদের আলোক ফাঁদ বা পাচিং পদ্ধতির মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড় নিধনে প্রশিক্ষিত করা হচ্ছে। যা সুফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি ফসল উৎপাদনে কীটনাশকের ব্যয় অনেক কমে এসেছে। যে কারণে আলোক ফাঁদ বা পাচিং পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১০

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১১

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১২

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৩

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১৪

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

১৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

১৬

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: মির্জা ফখরুল 

১৭

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

১৮

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১৯

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার 

২০
X