চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এক গ্রামে ১১ গরুর মৃত্যু, পশু চিকিৎসককে দুষছেন খামারিরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা ইউনিয়নের যাদুপুর গ্রামে গেল তিন দিনে একে একে ১১টি গরুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অন্তত ৩০টির অধিক গরু অসুস্থ হয়ে পড়েছে। একইসঙ্গে এতগুলো গরু মারা গেলেও কী কারণে মৃত্যু, সে বিষয়ে সঠিক কোনো ধারণা নেই প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের।

তবে খামারিরা বলছেন, কয়েক দিন আগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের গরু ছাগলকে ভ্যাকসিন দিয়ে যান পশু চিকিৎসক পরিচয় দেওয়া এক ব্যক্তি। সেই ভ্যাকসিন দেওয়ায় কাল হয়েছে বলছেন গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর ওই গ্রামে গিয়ে কয়েকজন খামারির সঙ্গে কথা হয়। তাদেরই একজন মাহবুব আলম। তার দুটি ভ্যাকসিন দেওয়ার পর দিন সোমবার দুপুরের পর মারা গেছে। এ খামারির ধারণা ভ্যাকসিনেই কোনো সমস্যা ছিল, এর কারণেই তার গরুর মৃত্যু হয়েছেন।

আরেক খামারি রেখা বেগম জানান, তিনি অনেক কষ্টে একটি ষাড় গরু লালন পালন করছিলেন। বিক্রি করে সংসারে উন্নতি করার আশা ছিল, কিন্তু সবই শেষ হয়ে গেছে। গরুটি হঠাৎ করে মারা যায়। পরে জানতে পারি গ্রামের আরও অনেকের গরুই মারা গেছে। কী কারণে মারা গেল কিছু বুঝতে পারছি না। এখন সবাই বলাবলি করছে সেদিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যে ভ্যাকসিন দিতে এসেছিল, সে আসলে পশু ডাক্তারই লয়, মানুষকে ভুল বুঝিয়ে টাকা কামিয়ে চলে গেছে। এদিকে গরু মরে গেল, এখন আমরা কার কাছে বিচার দিব।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরু ছাগলকে ভ্যাকসিন দেওয়ার কাজটি করেছিলেন মাইনুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি একসময় জেলা প্রাণিসম্পদের উপসহকারী নাইমুল হকের সহযোগী হিসাবে কাজ করতেন। তবে এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি ও জেলা প্রশাসককে জানিয়েছি। ঘটনাস্থল পরিদশন করে খামারিদের সঙ্গে কথা বলেছি। সেই সঙ্গে কি কারণে গরুগুলো মারা গেল, সে বিষয়টি তদন্ত করতে আমাদের চিকিৎসকদের সমন্বয়ে একটি কমিটিও করা হয়েছে। জয়পুরহাট আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞনিক কর্মকর্তারা মৃত গরুর ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। ওই এলাকায় যে সকল গরু এখন অসুস্থ সেগুলোর চিকিৎসায় আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে চায়ের দোকানে জবি ছাত্রদল নেতার তালা

ঝড়ে গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে শরীয়তপুরে মিষ্টি বিতরণ

মৌসুমের শেষ এল ক্লাসিকো জিতে শিরোপার দোরগোড়ায় বার্সা

তালগাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইউরোপিয়ান গোল্ডেন বুটের হালচিত্র

‘সরকারে থাকা যেন এখন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হয়ে আছে : ধর্ম উপদেষ্টা

বিলম্ব হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা খুশি : নজরুল ইসলাম

বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র প্রস্তাব করবে জুলাই ঐক্য

১০

বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

১১

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

শিশুকে ধর্ষণের পর হত্যা করে বালুচাপা

১৩

‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো’

১৪

নিজেদের কত সৈন্য মারা গেল জানাল ভারতের সেনাবাহিনী

১৫

চাঁদা দাবি, ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

১৬

রাত ১২টার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৭

ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না : আমিনুল হক

১৮

ফর্মে না থাকলেও লিটনের পাশে সালাউদ্দিন

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

২০
X