চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন (৩৫) ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। ৪ হাজার ৩৮০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর (উত্তর) উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের বাকলীয়া থানাধীন চর চাকতাই শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে চাঁদপুরের শাহরাস্তিগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে সোহরাব হোসেনের কাছে ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।
উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার আরও জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন