গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পরিত্যক্ত রেলস্টেশন

গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত
গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এখন পরিত্যক্ত। লোকবল ও ট্রেনসংকটে ঐতিহ্যবাহী এই রেলস্টেশন আজ বেহাল। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনের মাস্টার পূর্ববর্তী পাঁচুরিয়া রেলস্টেশনে প্রেষণে দায়িত্ব পালন করছেন। তিনি শুধু পরিত্যক্ত স্টেশনটিতে থাকা সরকারি ট্রেনের টিকিটগুলো দেখভাল করেন। এ ছাড়া রেলওয়ের কোনো কার্যক্রম নেই এখানে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনের ঘরটি তালাবদ্ধ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের এ রেলপথে চলাচল করে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ও চারটি মেইল ট্রেন, আন্তঃনগর এক্সপ্রেস দুটি ও মেইল ট্রেন দুটি প্রত্যাহার করে নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ রেলপথে যাতায়াতকারী যাত্রী ও ব্যবসায়ীদের।

এদিকে পুনরায় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনসহ মেইল ট্রেন চালু করার দাবি স্থানীয়দের।

ব্রিটিশ আমল থেকে ভারতবর্ষের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন। তৎকালীন ভারতবর্ষের রাজধানী মুর্শিদাবাদ, কলকাতার সঙ্গে ঢাকায় যাতায়াতের জন্য সদরঘাট, নারায়ণগঞ্জ, চাঁদপুর নৌপথ হয়ে গোয়ালন্দ ঘাট রেলস্টেশন ছিল যাতায়াতের জন্য অন্যতম। গোয়ালন্দ থেকে সরাসরি ট্রেন চলত পশ্চিমবঙ্গের শিয়ালদহ স্টেশনে। পদ্মার রুপালি ইলিশ মাছসহ বহু পণ্য রপ্তানি হতো এ রেলপথ দিয়ে। দেশ ভাগের পর এই যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১৯৮৪ সালে রেলওয়ের পরিধি বাড়িয়ে গোয়ালন্দ বাজার থেকে গোয়ালন্দঘাট পর্যন্ত ৫ কিলোমিটার নতুন করে বৃদ্ধি করা হয়। এতে দক্ষিণ ও উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগের অন্যতম রুট হয় গোয়ালন্দ ঘাট রেলস্টেশন। খুলনা থেকে নকশীকাঁথা মেইল ও আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস, লালন শাহ এক্সপ্রেস, রাজশাহী থেকে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, সৈয়দপুর থেকে পণ্যবাহী শিলিগুড়ি চলাচল করত এই রেলপথে। বর্তমানে এ রুটে কোনো আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নেই। প্রথমে খুলনগামী আন্তঃনগর তিতুমীর ও ২০২০ সালে রাজশাহীগামী যমুনা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার করে নিয়েছে রেল কর্তৃপক্ষ। পণ্যবাহী শিলিগুড়ি লোকাল ট্রেনটিও বন্ধ রয়েছে দীর্ঘদিন।

এদিকে খুলনা ও রাজশাহীগামী যাত্রীদের সরাসরি যাতায়াতের ট্রেন বন্ধ থাকায় এই রেলপথে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আ. রব মিয়া, জেলা আওয়ামী লীগের নেতা নির্মল কুমার চক্রবর্তী জানান, গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনটি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত। বঙ্গবন্ধু এই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এমনকি ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী কুমিল্লার দাঙ্গার সময় এ গোয়ালন্দ ঘাট দিয়ে যাতায়াত করেছেন। দুঃখের বিষয় রেলওয়ে স্টেশনটি এখন পরিত্যক্ত। গোয়ালন্দ ঘাট থেকে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনও প্রত্যাহার করে নেওয়া হয়। আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার দাবি জানান তারা।

ব্যাংক কর্মকর্তা সাদেকুল্লা মোবারক বলেন, গোয়ালন্দ ঘাট থেকে আগে সরাসরি রাজশাহী যাতায়াত করতে পারতাম। রাজশাহীগামী ট্রেনটি প্রত্যাহার করে নেওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ীরা জানান, খুলনা ও রাজশাহীগামী ট্রেন প্রত্যাহার করে নেওয়ার পর ওই রোডে যাতায়াতকারী যাত্রী না থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন এবং পণ্যবাহী ট্রেন না থাকায় ব্যবসায়ীদের সড়কপথে মালামাল আনতে কয়েকগুণ খরচ বেশি হচ্ছে। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বর্তমান পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনে প্রেষণে দায়িত্ব পালন করছেন সুজাত শেখ।

তিনি বলেন, গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনটি জনবল সংকটের কারণে কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। এখানে রেলওয়ের কোনো কার্যক্রম নেই। শুধু স্টেশনটিতে কিছু সরকারি টিকিট থাকায় ওগুলো দেখার জন্য আমি দায়িত্ব পালন করছি।

দৌলতদিয়া রেলওয়ে স্টেশন মাস্টার সিএম আক্তার হায়দার বলেন, খুলনাগামী তিতুমীর এক্সপ্রেস ও রাজশাহীগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে প্রত্যাহার করে নিয়েছে। গোয়ালন্দ ঘাট থেকে কোনো আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নেই। সৈয়দপুর থেকে পণ্যবাহী শিলিগুড়ি ট্রেনটি ব্রিটিশ আমল থেকে এ রেলপথে চলাচল করত। এখন এ রেলপথ পথে নকশীকাঁথা মেইল ও একটি লোকাল ট্রেন যাতায়াত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

গাজার পথে আটক শহিদুল আলম / সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের আহ্বান

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

অচল দৌলতপুর প্রাণিসম্পদ অফিস, ভোগান্তিতে হাজারো খামারি

চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন

১০

গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

১১

মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

১২

রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

১৩

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন-আতিক-পলক

১৪

জুবিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, এবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

১৫

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৬

যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ 

১৭

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

১৮

আদালতে বিচারককে গুলি করে হত্যা

১৯

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

২০
X