বাগেরহাটের শরণখোলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফয়জুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, বাড়িতে একা পেয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রতিবেশী ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করেন। খুলনা থেকে তার মা বাড়িতে এলে কিশোরী ধর্ষণের কথা জানায়। ঘটনা শুনে মা শরণখোলা থানায় মামলা করলে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরিদর্শক আরও জানান, ভুক্তভোগীকে শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন