ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে খাল খননের অভাবে জলাবদ্ধতায় ফসল নষ্ট

খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। ছবি : কালবেলা
খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। ছবি : কালবেলা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার খাল দীর্ঘদিনেও খনন না করায় প্রায় ১০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরিবুনিয়া গ্রামের কৃষিনির্ভর প্রায় ৫০টি পরিবার ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা জানায়, পাটিখালঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দত্তের পশুরিবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সীমান্ত পর্যন্ত খালটি খনন না করায় প্রতি বছর ওই এলাকার কৃষি পরিবারগুলো জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষয়ক্ষতি সম্মুখীন হচ্ছে, তেমনি শুস্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ তো দূরের কথা গৃহস্থালি কাজেও তীব্র পানির সংকট দেখা দেয়। ফলে এ মৌসুমে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয় এখানকার মানুষ। খাল খননের জন্য স্থানীয় চেয়ারম্যানের বরাবরে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

অপরদিকে খালের অনেক অংশ ভরাট করে ইতিমধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও গাছপালা রোপণ করেছেন প্রভাবশালীরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাচ্চু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান জমাদ্দার জানান, জলাবদ্ধতার কারণে পানি চলাচল করতে না পারায় আমাদের রোপণকৃত ফসল পচে নষ্ট হয়ে যায় এবং শুকনোর দিনে পানির অভাবে কোনো রবিশষ্য রোপণ করতে পারেন না তারা। এ সমস্যা সমাধানের জন্য খালটি খননের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

এলাকার বাসিন্দা পারুল বেগম জানায়, শুকনো মৌসুমে পানির অভাবে গোসল করাসহ রান্নাবান্নার কাজের অনেক কষ্ট হয়। আমাদের অনেক দূরে গিয়ে পানি বহন করে আনতে হয়। পানির অভাবে আমাদের এলাকার একটি পরিবার অন্য এলাকায় চলে গেছে। এ ছাড়া পানির জলাবদ্ধতায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি।

এলাকাবাসী মো. শাহজাদা জমাদ্দার জানান, আমাদের এ খালটি দীর্ঘ ৩০ বছরেও খনন না করায় শুস্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়, পানির মৌসুমে বিভিন্ন ডোবা ও নালায় পানি পচে যাওয়ার এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই খালটি খননের জন্য সরকারের কাছে জোর দাবি করছি।

দত্তের পশুরিবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জাকারিয়া বলেন, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি দীর্ঘদিন খনন না করায় শুস্ক মৌসুমে এলাকার মানুষে চরম পানি সংকট দেখা দেয়। তাই খালটি খনন করা প্রয়োজন।

পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস জানান, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি খননের জন্য এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। খালটি সরকারি নকশাভুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X