ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে খাল খননের অভাবে জলাবদ্ধতায় ফসল নষ্ট

খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। ছবি : কালবেলা
খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। ছবি : কালবেলা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার খাল দীর্ঘদিনেও খনন না করায় প্রায় ১০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরিবুনিয়া গ্রামের কৃষিনির্ভর প্রায় ৫০টি পরিবার ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা জানায়, পাটিখালঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দত্তের পশুরিবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সীমান্ত পর্যন্ত খালটি খনন না করায় প্রতি বছর ওই এলাকার কৃষি পরিবারগুলো জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষয়ক্ষতি সম্মুখীন হচ্ছে, তেমনি শুস্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ তো দূরের কথা গৃহস্থালি কাজেও তীব্র পানির সংকট দেখা দেয়। ফলে এ মৌসুমে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয় এখানকার মানুষ। খাল খননের জন্য স্থানীয় চেয়ারম্যানের বরাবরে আবেদন করলেও এখন পর্যন্ত এর কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

অপরদিকে খালের অনেক অংশ ভরাট করে ইতিমধ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও গাছপালা রোপণ করেছেন প্রভাবশালীরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাচ্চু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান জমাদ্দার জানান, জলাবদ্ধতার কারণে পানি চলাচল করতে না পারায় আমাদের রোপণকৃত ফসল পচে নষ্ট হয়ে যায় এবং শুকনোর দিনে পানির অভাবে কোনো রবিশষ্য রোপণ করতে পারেন না তারা। এ সমস্যা সমাধানের জন্য খালটি খননের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

এলাকার বাসিন্দা পারুল বেগম জানায়, শুকনো মৌসুমে পানির অভাবে গোসল করাসহ রান্নাবান্নার কাজের অনেক কষ্ট হয়। আমাদের অনেক দূরে গিয়ে পানি বহন করে আনতে হয়। পানির অভাবে আমাদের এলাকার একটি পরিবার অন্য এলাকায় চলে গেছে। এ ছাড়া পানির জলাবদ্ধতায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি।

এলাকাবাসী মো. শাহজাদা জমাদ্দার জানান, আমাদের এ খালটি দীর্ঘ ৩০ বছরেও খনন না করায় শুস্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়, পানির মৌসুমে বিভিন্ন ডোবা ও নালায় পানি পচে যাওয়ার এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হয়। তাই খালটি খননের জন্য সরকারের কাছে জোর দাবি করছি।

দত্তের পশুরিবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. জাকারিয়া বলেন, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি দীর্ঘদিন খনন না করায় শুস্ক মৌসুমে এলাকার মানুষে চরম পানি সংকট দেখা দেয়। তাই খালটি খনন করা প্রয়োজন।

পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস জানান, দত্তের পশুরিবুনিয়া গ্রামের খালটি খননের জন্য এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। খালটি সরকারি নকশাভুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X