শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

শরীয়তপুরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান। ছবি : কালবেলা
শরীয়তপুরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান। ছবি : কালবেলা

বিয়ে করে বাড়িতে না এনে ভাড়া বাসায় রেখে বিদেশে চলে গেছেন ইমন খান। বাসা ভাড়া না দিতে পারায় বাড়ির মালিক ওই তরুণীকে বের করে দিয়েছেন। অন্যদিকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও ইমনের পরিবার তাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে প্রবাসী ইমনের বাড়িতে অবস্থান নিয়েছে ওই তরুণী। এখন ওই তরুণীর যাওয়ার কোনো জায়গা নেই।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়া প্রবাসী ইমন খান (২৪) চরচিকন্দী গ্রামের মোশারফ খানের একমাত্র ছেলে। ভুক্তভোগী তরুণী একই উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মেয়ে।

ভুক্তভোগী তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ইমন খানের। গত ১০ আগস্ট শরীয়তপুরে সাত লাখ টাকা দেনমোহরে ওই তরুণীকে বিয়ে করেন ইমন।

কিন্তু কিছুদিন আগে ওই তরুণীকে না জানিয়ে ইমন মালয়েশিয়া চলে যান। এরপর ওই তরুণীর সঙ্গে আর যোগাযোগ করেনি ইমন। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করার পর তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে তার বাড়িতে অবস্থান নিয়েছেন।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, দীর্ঘদিন ধরে ইমনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিয়ে করে ঢাকাতে একসঙ্গে সংসার করেছি। কিন্তু ইমন হঠাৎ করে আমাকে কিছু না বলে বিদেশে চলে গেছে। শত চেষ্টা করেও তার সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। ভাড়া বাসা থেকে ওই বাড়িওয়ালা আমাকে বের করে দিয়েছেন। আমার যাওয়ার মতো আর কোনো জায়গা না থাকায় আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। কিন্তু আমার শাশুড়িসহ অন্যরা আমাকে ঘরে ঢুকতে দিচ্ছেন না। ইমনের বউ হিসেবে আমি স্বীকৃতি চাই। যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি এখানেই মারা যাব, কেননা আমার যাওয়ার কোনো জায়গা নেই।

ইমন খানের মা নাজমুন নাহার বলেন, ‘আমি জানি না, আমার ছেলে বিয়ে করেছে। যে বিয়ের কথা আমি জানি না। সেই বিয়ের বউ মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আমি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নেব না।’

শৌলপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রব মাদবর কালবেলাকে বলেন, ‘ছেলের পরিবার বা সমাজের কেউ জানে না যে ইমন বিয়ে করেছে, তার বউ আছে। ওই মেয়ে বাড়িতে আসার পর আমরা জানতে পেরেছি। এখন ছেলেমেয়ে উভয় পরিবারের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল

গ্রোক চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লাখো তথ্য ফাঁস

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল

হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

১০

অজিদের বিপক্ষে প্রোটিয়াদের রেকর্ড সিরিজ জয়

১১

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

১২

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

১৩

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে : ডা. তাহের

১৪

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, মুখ খুললেন সাদিক কায়েম

১৫

নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

১৬

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

১৭

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

১৯

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

২০
X