শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

শরীয়তপুরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান। ছবি : কালবেলা
শরীয়তপুরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান। ছবি : কালবেলা

বিয়ে করে বাড়িতে না এনে ভাড়া বাসায় রেখে বিদেশে চলে গেছেন ইমন খান। বাসা ভাড়া না দিতে পারায় বাড়ির মালিক ওই তরুণীকে বের করে দিয়েছেন। অন্যদিকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও ইমনের পরিবার তাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে প্রবাসী ইমনের বাড়িতে অবস্থান নিয়েছে ওই তরুণী। এখন ওই তরুণীর যাওয়ার কোনো জায়গা নেই।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়া প্রবাসী ইমন খান (২৪) চরচিকন্দী গ্রামের মোশারফ খানের একমাত্র ছেলে। ভুক্তভোগী তরুণী একই উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মেয়ে।

ভুক্তভোগী তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ইমন খানের। গত ১০ আগস্ট শরীয়তপুরে সাত লাখ টাকা দেনমোহরে ওই তরুণীকে বিয়ে করেন ইমন।

কিন্তু কিছুদিন আগে ওই তরুণীকে না জানিয়ে ইমন মালয়েশিয়া চলে যান। এরপর ওই তরুণীর সঙ্গে আর যোগাযোগ করেনি ইমন। সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করার পর তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে তার বাড়িতে অবস্থান নিয়েছেন।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, দীর্ঘদিন ধরে ইমনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিয়ে করে ঢাকাতে একসঙ্গে সংসার করেছি। কিন্তু ইমন হঠাৎ করে আমাকে কিছু না বলে বিদেশে চলে গেছে। শত চেষ্টা করেও তার সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারিনি। ভাড়া বাসা থেকে ওই বাড়িওয়ালা আমাকে বের করে দিয়েছেন। আমার যাওয়ার মতো আর কোনো জায়গা না থাকায় আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। কিন্তু আমার শাশুড়িসহ অন্যরা আমাকে ঘরে ঢুকতে দিচ্ছেন না। ইমনের বউ হিসেবে আমি স্বীকৃতি চাই। যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি এখানেই মারা যাব, কেননা আমার যাওয়ার কোনো জায়গা নেই।

ইমন খানের মা নাজমুন নাহার বলেন, ‘আমি জানি না, আমার ছেলে বিয়ে করেছে। যে বিয়ের কথা আমি জানি না। সেই বিয়ের বউ মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আমি ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নেব না।’

শৌলপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রব মাদবর কালবেলাকে বলেন, ‘ছেলের পরিবার বা সমাজের কেউ জানে না যে ইমন বিয়ে করেছে, তার বউ আছে। ওই মেয়ে বাড়িতে আসার পর আমরা জানতে পেরেছি। এখন ছেলেমেয়ে উভয় পরিবারের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X