মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মুরগি চুরি করতে গেলেও সঙ্গে ৮টি পিস্তল নিয়ে যান ছাত্রলীগ নেতা!

শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খাঁন। ছবি : কালবেলা
শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খাঁন। ছবি : কালবেলা

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহজাহান খাঁন ও এক নারীর মোবাইল ফোনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে ছাত্রলীগ নেতা ওই নারীকে বলছেন, ‘আমি মুরগি চুরি করতে গেলেও সঙ্গে আটটি পিস্তল নিয়ে যাই।’ এর উত্তরে ওই নারী বলেন, ‘আপনি কষ্ট করে ছাত্রলীগ নেতা হয়েছেন। নেতা হয়ে অনেক মেয়েদের সঙ্গে খারাপ কাজ করেছেন।’ কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফোনে কথা বলার এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ফোনালাপে ছাত্রলীগ নেতা ওই নারীকে গালাগাল দিতেও শোনা যায়।

শাহজাহান খাঁন উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হালিম খানের ছেলে।

খোঁজ নিয়ে ওই ফোনালাপের বিষয়ে জানা যায়, শাহজাহান ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন। পরবর্তীতে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কের অবনতি হলে তাকে ফোন করে এসব কথা বলে হুমকি দেন।

এ বিষয়ে স্থানীয় আবির নামে এক যুবক বলেন, ‘ফোনকল রেকর্ডটি শুনেছি। শাহজাহান মূলত প্রত্যন্ত এলাকায় বসবাস করে। ওই এলাকায় থেকে এ ধরনের অস্ত্র ব্যবহার করাটা অস্বাভাবিক বলেও মনে হয় না। পরকীয়ার বিষয়টি মিথ্যা না। তবে যাচাই-বাচাই করলে আরও তথ্য বের হতে পারে।’

ফোনকলের অপর প্রান্তে থাকা ওই নারী নাম প্রকাশে অনিচ্ছা পোষণ করে বলেন, ‘কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে কীভাবে হয়েছে সেটা জানি না। শাহজাহান মূলত একজন প্রতারক, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে তার পদ ও ক্ষমতা প্রদর্শন করে অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছে। সে ভালোবাসার কথা বলে আমার কাছ থেকে লাখ লাখ টাকাসহ অনেক উপহার সামগ্রী নিয়েছে। এখন সব অস্বীকার করে। বর্তমানে আমাকে বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভীতি দেখাচ্ছে। আমার দুটি সন্তান আছে। আমি সমাজের ভয়ে চুপ করে আছি।’

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি শাহজাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী কালবেলাকে বলেন, ‘এ রকম ঘটনা তো আমরা শুনিনি। যদি আমাদের কাছে এ রকম কোনো অভিযোগ আসে, তাহলে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান অনিক বলেন, ‘এ ধরনের অপকর্ম কোনো ছাত্রলীগ নেতা করতে পারে না। যদি এ রকম কোনো ঘটনার সঙ্গে শাহজাহান জড়িত হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা উপজেলা ছাত্রলীগ নেতাদের বিষয়টি অবগত করব। তারা বিষয়টি না দেখলে আমরা জেলা শাখা থেকে বিষয়টি তদন্ত করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার 

শুটিং শেষ করে শাহিদ কাপুরের আবেগঘন স্ট্যাটাস

৬০০ বিঘার এই বিলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা 

ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০

নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার দাবি জানালেন রাশেদ 

কে এই লিভারপুলের ২০০০ কোটি টাকার স্ট্রাইকার?

অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের বার্তা

১০

সুসজ্জিত গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

১১

বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুংকার

১২

চোখের পাতা লাফানো কি অশুভ, নাকি কোনো রোগের লক্ষণ

১৩

সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ির ধাক্কা, অতঃপর...

১৪

চবি ক্যাম্পাসে সুনসান নীরবতা

১৫

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ

১৬

ফাইনালে হারের পর সুয়ারেজের বিতর্কিত কাণ্ড!

১৭

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝে নিন লিভারে সমস্যা ভুগছেন কি না

১৮

হাসি, বিনা মূল্যের থেরাপি : তিশা

১৯

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

২০
X