এসিড নিক্ষেপ করে স্ত্রীর মুখমণ্ডল ঝলসে দেওয়ায় সিরাজগঞ্জে সাইফুল ইসলাম নামে এ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (৩৫) বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, সাইফুল তার স্ত্রী ভিকটিম সালমা খাতুনকে নিয়ে শ্বশুড়বাড়িতে বসবাস করতেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জের ধরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রাতে দেড়টার দিকে পূর্বপরিকল্পিতভাবে স্ত্রী সালমাকে ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সালমার মুখ ও বুকের অংশ ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পিপি জেবুন্নেছা আরও জানান, অর্থদণ্ডের টাকা আদায় সাপেক্ষে ঘটনায় ভুক্তভোগী মোছা. সালমা বেগমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মন্তব্য করুন