আব্দুর রহিম, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভালো নেই পুরাতন টিভি মেকানিকরা, ভাতের পয়সা জোগাতেই নাভিশ্বাস

টিভি মেরামতে কাজ করছেন জাজিরা পুরাতন বাজারের টিভি মেকানিক মো. মনির হোসেন ঢালী। ছবি : কালবেলা
টিভি মেরামতে কাজ করছেন জাজিরা পুরাতন বাজারের টিভি মেকানিক মো. মনির হোসেন ঢালী। ছবি : কালবেলা

‘বর্তমানে বাজার থেকে উঠে গিয়েছে এক সময়ের আলিফ লায়লা ও সিন্দবাদ দেখার সেই আদি মডেলের টিভিগুলো। এক সময় কেউ টিভি সার্ভিসে দিলে তিন দিন পর্যন্ত দোকানেই পড়ে থাকতো টিভি। হাতে এতো পরিমাণ কাজের চাপ থাকতো, দুই দিনের আগে নতুন কাজ ধরার সুযোগই ছিল না। তবে এখন কাজ নেই বললেই চলে।’

কথাগুলো বলছিলেন শরীয়তপুরের জাজিরা পুরাতন বাজারের টিভি মেকানিক মো. মনির হোসেন ঢালী। ৬৫ বছর বয়সী মো. মনির হোসেন ঢালী গত ৪০ বছর ধরে টিভি মেরামতের কাজ করে আসছেন। এর মাঝে সময় বদলেছে। নিত্য-নতুন আধুনিক প্রযুক্তি পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। তারই ধারাবাহিকতায় পুরাতন সিআরটি টিভির পরিবর্তে এসেছে নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি। আধুনিক সব সুবিধাযুক্ত এসব এলইডি টিভি তুলনামূলক নষ্ট কম হয়। ফলে এলাকাভিত্তিক টিভি মেকানিকদের কাজও কমে এসেছে বলে জানান তিনি।

মেকানিক মনির হোসেন ঢালী আরও বলেন, আগে বক্স টিভিগুলোর টুকিটাকি নানান কাজ ছিল। কোনো একটা টিভি সার্ভিসে আসলে ৪০০-৫০০ টাকার কাজ থাকতো। এখন স্মার্ট এলইডি টিভিগুলোর খুচরা কোনো কাজ নাই। এগুলোর মূল যন্ত্রাংশই হলো ডিসপ্লে প্যানেল, ব্যাক লাইট আর মেইন বোর্ড। এর মধ্যে মেইন বোর্ডে কিছু হলে ঠিক করে দেওয়া যায়। ডিসপ্লে বা ব্যাক লাইট নষ্ট হলে নতুন কিনে এনে লাগিয়ে দেই। সেইখান থেকে যা লাভ করতে পারি। তবে সেই কাজও সব সময় আসে না। মাসে দুই একটা। কোম্পানি ওয়ারেন্টি দেয়, আবার তাদের সার্ভিস সেন্টারও আছে। সেখানেই যায় সবাই।

জানা যায়, ২০১২ সালের পর থেকেই টিভি মেয়ামতের কাজে ভাটা এসেছে। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত বক্স টিভির বাজার ভালো ছিল। ২০১২ এরপর থেকে সেই বাজার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু এটাই স্বাভাবিক। সব কিছুরই শেষ আছে, নতুন আসবে পুরাতন জিনিস বন্ধ হবে। এখন তো ক্যাসেট প্লেয়ার নাই। মোবাইলে সব পাওয়া যায়। ভিসিয়ার, ডিভিডি এগুলোও মার্কেট আউট।

জাজিরা উপজেলার গোডাউন মোড় এলাকার টিভি মেকানিক আবুল হোসেন বলেন, একটা স্মার্ট এলইডি টিভি সার্ভিসে ২ থেকে ৪ হাজার বা তার বেশিও খরচ হয়। আর প্রতিনিয়তই নতুন মডেলের টিভি আসছে বাজারে। ৪-৫ বছর গেলেই পুরোনোটা বদলে বা নষ্ট হয়ে গেলে নতুন টিভি কিনে নেয় সবাই। ঠিক করে ব্যবহার খুব কম লোকই করে। তখন সেই নষ্ট টিভিগুলো কম দামে কিনে ঠিক করে আমরাই আবার বিক্রি করি। এর পাশাপাশি বাসাবাড়িতে অন্যান্য যেসব ইলেকট্রিক জিনিসপত্র আছে ওইগুলো সার্ভিস করে দিন চলে এখন। বর্তমানে আমাদের অবস্থা ভালো না। সকালে ৫০০ টাকা নিয়ে বাজার করতে গেলে তেমন কিছুই পাওয়া যায় না। স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, নিত্য নতুন ইলেকট্রিক পণ্য সম্পর্কে ধারণা থাকলে এই পেশায় টিকে থাকা যায়। অনেকই এই পেশা ছেড়ে দিয়েছে। আগের মতো এলাকাগুলোতে টিভি সার্ভিসিংয়ের দোকান খুব একটা দেখবেন না। তবে এখন আর শুধু টিভির ওপর ভরসা না করে অনান্য ইলেকট্রিক যন্ত্রপাতিও যদি ভালো সার্ভিস দেওয়া যায়, তাহলে কোনোভাবে ডাল ভাত খেয়ে বাঁচা যাবে।

পাসের দোকানি মনি হোসেন মাদবর বলেন, টিভি মেরামতের কাজ কমে আসলেও অন্যান্য ইলেকট্রনিক পণ্য মেরামত করে জীবন চলে এক সময়ের ব্যস্ত সময় কাটানো টিভি মেকানিকদের। আগের সিআরটি টিভিগুলার নানা পার্টস ঠিক করার মতো কাজ ছিল। তবে বর্তমানে এলসিডি বা এলইডি টিভি ম্যাকানিজম কম। সার্ভিসের তেমন কিছু নেই। টিভির সব পার্টস বাজারে কিনতেই পাওয়া যায়। নষ্ট পার্টস ঠিক করার চাইতে নতুন পার্টস লাগিয়ে নেন টিভি মালিকরা। এই পার্টস লাগানো বাবদ কিছু টাকা পান টিভি মেকানিকরা। এতে তেমন আয় হয় না। তাই অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র-চার্জার ফ্যান-লাইট, ব্লেন্ডার, মাইক্রোওভেন এসব মেরামত করে চলার মতো আয় করেন টিভি মেকানিকরা।

বাজারে টিভি ঠিক করতে আসা বিপ্লব মাদবর জানান, পুরান মডেলের টিভি এখন আর কেউ ব্যবহার করে না। এগুলার ঝামেলায় বেশি। আধুনিক যুগে এসে এখন সবাই স্মার্ট টিভি ব্যবহার করে। বাজারে আসলে মেকারদের বসে থাকতেই দেখি। এই কাজ করে সংসার চালানো কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X