মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার

জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছেন কেন্দুয়া এলাকাবাসী। ছবি : কালবেলা
জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছেন কেন্দুয়া এলাকাবাসী। ছবি : কালবেলা

চরম ভোগান্তি নিয়ে ডিঙ্গি নৌকায় খাল পারাপার হতে হয় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৪ নম্বর মোজাফফর পুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ৫ গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষকে। এতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এমনকি হাসপাতালে রোগী নিতেও ভোগান্তির শিকার হচ্ছে এখানকার বাসিন্দাদের। তাই দ্রুত সময়ের মধ্যে খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা যায় মোজাফফরপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে বয়ে গেছে রাজি খাল। যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এই খাল পার হয়ে যেতে হয় উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ, পার্শ্ববর্তী ইউনিয়ন ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানে। প্রতি বছরই বর্ষায় বাঁশের সাঁকো দিয়ে সবার চলাচল করতে হয়। কিছু দিন আগে ভারী বর্ষণে সাঁকোটি ভেঙে যায়।তাই পারাপারে জন্য এ খালে একটি ডিঙ্গি নৌকার ব্যবস্থা করেন স্থানীয়রা। খাল পার হতে প্রতিবার ৫ টাকা দিতে হয় মাঝিকে।

বর্তমানে এ নৌকায় খাল পারাপার হচ্ছেন ৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা ও একটি কলেজের শিক্ষার্থীসহ ৬ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ। আর এ খাল পার হতে গিয়ে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন কৃষকরা। এ ছাড়া গর্ভবতী মা কিংবা অসুস্থ রোগীদের নিয়ে খাল পারাপারে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তাই এই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হারুলিয়া গ্রামের বাসিন্দা হাজি লিটন বলেন, আমরা বারবার কর্তৃপক্ষের কাছে গেছি। সবাই বলে ব্রিজ নির্মাণ করে দেবে। কিন্তু এখন পর্যন্ত আমরা অবহেলিতই রয়ে গেলাম। আমাদের এলাকার মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষিপণ্য বাজারজাত করতে আমরা বড় ভোগান্তি পোহাচ্ছি। এ ছাড়া অসুস্থ রোগীদের নৌকায় করে হাসপাতালে নেওয়া অনেক কষ্ট। তাই এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

চৌকিদরা গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিমন মিয়া বলেন, আমি এই খাল পার হয়ে স্কুলে যাই। অনেক সময় ভয় করে। কয়েক দিন আগেও খালে এক শিক্ষার্থী পড়ে গিয়েছিল। বৃষ্টির সময় খালে স্রোত থাকে তখন আরও বেশি ভয় লাগে। ব্রিজ হলে আমাদের অনেক উপকার হবে।

চৌকিদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) বাবুল জানান এই রাজি খাল (এক সময় নদী ছিল) পার হয়ে প্রতিদিন শিক্ষক শিক্ষার্থী, কৃষক, জেলেসহ শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। তাই এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

মোজাফফর পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির আলম ভূঞা জানান, আমি এই বার নতুন চেয়ারম্যান হয়েছি। আমার আগে যিনি চেয়ারম্যান হয়েছিলেন তিনি এলাকার মানুষের দুর্ভোগের জন্য কোনো চিন্তা করেন নাই। এমপি অসীম কুমার উকিল যথাযথ কর্তৃপক্ষের কাছে ডিও লেটার দিয়েছেন। আমি ও এলজিইডি অফিসের সাথে বারবার কথা বলেছি। আশা করছি দ্রুতই একটি ব্রিজ নির্মাণ হবে।

কেন্দুয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হোসেন জানান, রাজি খালের ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এমপি মহোদয়ের ডিও লেটারসহ আমরা একটি প্রস্তাবনা পাঠিয়েছি। প্রস্তাবটি পাস হলে ব্রিজ নির্মাণ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

১০

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

১১

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

১২

বাবার ঋণের দায়ে ছেলেকে অপহরণ, স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীর

১৩

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরে জামায়াতের বৈঠক

১৪

ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১৫

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৬

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

১৭

ভারত / মাতৃদুগ্ধে মিলেছে ইউরেনিয়াম, দাবি গবেষকদের

১৮

ভারত থেকে ‘পুশ ইন’ / সেই সখিনা বেগমের জামিন

১৯

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

২০
X