মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কৌশিক চুনূকার (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
কৌশিক উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী এলাকার চন্দন চুনূকারের ছেলে। সে পাশ্ববর্তী শিবালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার জানায়, কৌশিক জ্বরে আক্রান্ত হলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। এরপর জ্বর সেরে গেলেও প্রচণ্ড মাথাব্যথার কথা বলছিল ছেলে। গত রোববার ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত বুধবার থেকে সেখানে চিকিৎসা চলছিল তার। পরে গতকাল বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। মধ্যরাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন