‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখতে ভোলা সদরের রূপসী সিনেমা হলে উপচেপড়া ভিড়। সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগীরা সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চলচ্চিত্রটি দেখতে আসছেন।
১৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর পরই রূপসী সিনেমা হলে টিকিট কেটে চলচ্চিত্রটি উপভোগ করেন আওয়ামী লীগ ভোলা জেলা শাখার সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও তার সমর্থকরা। পর দিন ১৪ অক্টোবর বিকেল ৩টার শোতে রূপসী সিনেমা হলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী এই চলচ্চিত্রটি দেখতে সিনেমা হলে ভিড় করেন।
সিনেমাটি দেখতে আসা নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রনি, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম সাহা, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য তোফায়েল আহমেদ, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সামসুল ইসলাম শিপন, জেলা ছাত্রলীগের সহসভাপতি আজিজ মেহেরাব, রাশেদুজ্জামান হ্যাভেন, যুগ্ম সম্পাদক ইউসুফ হোসেন সোয়েব, ইমরান হোসেন কিরণ, তৌহিদ মোল্লা প্রমুখ।
সিনেমা দেখার পর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে গেছেন তিনি। এ সব সিনেমায় ফুটে উঠেছে।
মন্তব্য করুন