কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেছেন, তার বংশের রাজনৈতিক ঐতিহ্য আছে, তাদের রক্ত পরীক্ষিত। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘আমি স্কুল শাখা ছাত্রলীগের রাজনীতি করে আজকে জেলা আওয়ামী লীগের নেতা হয়েছি। আমি উড়ে আসি নাই। এই কিশোরগঞ্জের মানুষের জন্য আমি পরিশ্রম করেছি। আমার পরিবারের রাজনৈতিক ঐতিহ্য আছে, আমারও ঐতিহ্য আছে। আমার রক্ত পরীক্ষিত রক্ত। আমার চাচা শহীদ সৈয়দ নজরুল ইসলাম বেঈমানি করেন নাই। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম বেঈমানি করেন নাই। আমার বাবা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু বেঈমানি করেন নাই। আমি সেই পরীক্ষিত রক্তের সন্তান। আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করি।’
তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারির সময় কিশোরগঞ্জের ১ লাখ ২৯ হাজার মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অক্সিজেন ও হাইফ্লোনজেল কেনালার ব্যবস্থা করেছি।’
বিএনপিকে উদ্দেশ্য করে টিটু বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন উৎসবমুখর পরিবেশে নির্বাচন করি। আমরা সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন করি। কিন্তু আপনারা যদি আবার নেতাদের কথায় কিশোরগঞ্জে জ্বালাও-পোড়াও শুরু করেন, আবার যদি মানুষের দোকানপাট জোর করে বন্ধ করার চেষ্টা করেন, যদি রাস্তায় অবরোধ করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চান জনগণ তা প্রতিহত করবে।’ এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিজেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করে আশফাকুল ইসলাম বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা আমাকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে প্রার্থী করেছেন। যদি কপালে আল্লাহ রেখে থাকেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে যদি আমার যোগ্যতা থাকে, আমাকে মনোনয়ন দেন, আমি সৈয়দ আশরাফুল ইসলামের সততাকে ধরে রেখে উন্নয়ন করে যাব। দলকে সুসংগঠিত করে পরিচালনা করব।’
মন্তব্য করুন