বগুড়ার শাজাহানপুর থানাধীন ব্যাজোড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২১ অক্টোবর) আনুমানিক রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চারটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে অটোরিকশাতে আসা দুই যাত্রী ও চালকের কাছ থেকে চুরি-ডাকাতি করে পালিয়ে যায়। পরে ছুরিকাঘাত হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অটোতে থাকা যাত্রী জুনায়েদ (১৮) নামের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুনায়েদ শাজাহানপুর থানার অন্তর্গত সুজাবাদ পূর্বপাড়া এলাকার জব্বারের ছেলে।
অপর আরেকজন যাত্রী মিল্লাত হোসেন (১৪) শাজাহানপুর থানাধীন সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে, তিনি সুস্থ আছেন। অটোচালক জামিরুল (৩০) শাজাহানপুর থানাধীন নন্দ গ্রামের গফফারের ছেলে অটোচালক জামিরুলের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি খুব দ্রুত সময়ের ভেতরে আসামিদের গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন