ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর অবৈধ দখলদার ইসরায়েলিদের আগ্রাসন বন্ধের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার তৌহিদি জনতা উদ্যোগে পৌর শহর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে আলোচনাসভার আয়োজন করে স্থানীয়রা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, আমরা যে কোনো মূল্যে ফিলিস্তিনিদের শান্তি-নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। আমেরিকাসহ যেসব দেশ দখলদার ইসরায়েলিদের অনৈতিকভাবে সহযোগিতা করছে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে ফিলিস্তিনকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাই।
তারা আরও বলেন, ‘দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন।’
পৌর সদরের আছাবুন নেছা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও রাকাব আহমদ শিশিরের পরিচালনায় বক্তব্য রাখেন পাঠাগার মসজিদের খতিব মাওলানা দেলোয়ার আমীনি, আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জামাল উদ্দিন বেলাল, ডা. ওয়ালীউল্লাহ, মাওলানা আলী আহমদ, সাংবাদিক জুয়েল আহমদ, আলী হোসেন খান, তৈয়বুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন