ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় লাল-সবুজে সেজেছে গোমতীর চর

গোমতীর চরে শীতকালীন শাকসবজি চাষ করা হচ্ছে। ছবি : কালবেলা
গোমতীর চরে শীতকালীন শাকসবজি চাষ করা হচ্ছে। ছবি : কালবেলা

কুমিল্লায় গোমতী নদীর চর লাল-সবুজ রঙে সেজেছে। ব্রাহ্মণপাড়া উপজেলায় শীতকালীন শাকসবজি চাষ ও আগাম ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

উপজেলার গোমতী নদীর তীর ঘেঁষা মনোহরপুর গ্রামসহ আশপাশের গোমতীর চরে সরেজমিনে দেখা যায়, নারী পুরুষ একযোগে লালশাক তুলছেন, কেউ আটি বাঁধছেন। পাইকাররা গুনেগুনে গাড়ি ভর্তি করছেন। কেউ প্রস্তুত করা জমিতে সবজির বীজ বপন করছেন। কেউ কেউ সদ্য গজিয়ে ওঠা সবজি চারার পরিচর্যা করছেন। কেউ কীটনাশক ছিটাচ্ছেন বেড়ে ওঠা সবজি ক্ষেতে।

স্থানীয় কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে এই উপজেলায় ৩২০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শীতকালীন সবিজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ বছর শীতকালীন সবজির আবাদ উপযোগী আবহাওয়া থাকায় সবজির ফলন ভালো হবে বলে মনে করছেন তারা। শীতকালীন সবজি চাষিদের নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।

উপজেলার মালাপাড়া ইউনিয়নের গোমতী নদীর তীর ঘেঁষা বিভিন্ন সবজির মাঠ ঘুরে দেখা গেছে, শীতকালীন শাকসবজি চাষ ও আগাম ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখন মাঠজুড়ে লাল হয়ে আছে লাল শাকের লালে, সবুজ হয়ে আছে মুলা, ধনেপাতা, ফুলকপি ও বাঁধাকপি মতো সবুজ সবজির সবুজে। এ যেন এক নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। মাঠজুড়ে চাষিদের পদচারণায় বিমুগ্ধ হয়ে আছে ফসলি মাঠ। একটু অবসরের ফুরসত যেন নেই তাদের। কেউ জমিতে সবজির বীজ বপন করছেন। কেউ কেউ সদ্য গজিয়ে ওঠা সবজির পরিচর্যায় ব্যস্ত।

রামনগর গ্রামের কৃষক ইদ্রিস মিয়া জানান, তিনি এ বছর ৩৪ শতক জমিতে লাল শাক আবাদ করেছেন। খরচ হয়েছে ১৫ হাজার টাকা। সবকিছু ঠিক থাকলে তার অন্তত ৪০ হাজার টাকা মুনাফা হবে।

পার্শ্ববর্তী অলুয়া গ্রামের চাষি বাহারুল ইসলাম জানান, ৩০ শতক জমিতে লাল শাক ও ৫৫ শতক জমিতে মুলা, ফুলকপি ও বাঁধাকপি আবাদ করেছেন। এতে যে পরিমাণ ব্যয় হয়েছে সেই খরচ উঠেও অনেক লাভবান হবেন তিনি। তিন সপ্তাহ আগে বপন করা লাল শাক এখন বাজারজাত করার সময় হয়েছে। জমিতে এসে পাইকাররা লালশাক কিনে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় কৃষক জমির হোসেন, বাচ্চু মিয়া, আব্দুস সালাম বলেন, গত মাস ও চলতি মাসে কিছুটা ভারি বৃষ্টি হয়। এতে জমিতে থাকা ছোট লালশাক নষ্ট হয়ে যায়। তবে আমরা দমে যাইনি। জমি প্রস্তুত করে আবারও লালশাক আবাদ করেছি। মাঠজুড়ে এখন হাসছে লালশাক। দূরদূরান্ত থেকে পাইকাররা আসছেন। লালশাক কিনে নিয়ে যাচ্ছেন। হাটে নেওয়ার খরচও লাগছে না আমাদের। আগাম সবজি হওয়ায় দামও পাচ্ছি ভালো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান জানান, এবার শীতকালীন শাকসবজিসহ সব রকমের ফসলের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রান্তিক চাষিদের মাঝে শীতের শাকসবজির মানসম্পন্ন বীজ এবং সার দেওয়া হয়েছে। আশা করি এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ এবং উৎপাদন হবে। কেননা কৃষকদের প্রণোদনা ও পরামর্শসহ নানাভাবে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

২০২৬ বিশ্বকাপ নিয়ে জোকোভিচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

সাবেক এমপি জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজ  

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধের গুজব

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

৩৮ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

পুলিশে বড় রদবদল

১০

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ

১১

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

১২

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

১৩

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

১৪

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

১৫

প্রতিদিন তুলসী পাতা ভেজানো পানি খেলে কী হয়? জানলে অবাক হবেন

১৬

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

১৭

১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম

১৮

ঋতু পরিবর্তনের সময় কিছু মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে? যা বলছে বিজ্ঞান

১৯

লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X