কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন বাইডেনের সেই ভুয়া উপদেষ্টা

মিয়া জাহিদুল ইসলাম আরেফী। ছবি : সংগৃহীত
মিয়া জাহিদুল ইসলাম আরেফী। ছবি : সংগৃহীত

পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী। পরিবারের সবাই আমেরিকা থাকলেও গত বছরের কোরবানির ঈদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি।

মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বাড়ির ভাড়াটিয়া মো. রইচ উদ্দিন এবং প্রতিবেশী হাদুল মিয়াসহ আশাপাশের লোকজন এ তথ্য জানান। স্থানীয়রা তাকে বেলাল নামেই চেনেন।

ভাড়াটিয়া মো. রইচ উদ্দিন জানান, ওনারা ১০ ভাইবোন। ওনাদের পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ওনার বাবা পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে পাবনা পৌর এলাকার শায়েস্থা খাঁ এলাকায় জমি কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করতেন। পরে সবাই আমেরিকা চলে যান।

রইচ উদ্দিন আরও জানান, ‘গত বছরের কোরবানির ঈদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা এখানে (পাবনার বাড়িতে) এসেছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা বলেছেন। ঢাকায় বিয়েও করেছেন এবং ঢাকাতেই থাকার চিন্তা করেছিলেন। তার ব্যবহার খুবই ভালো।’

প্রতিবেশী হাদুল মিয়া জানান, ‘অনেক বছর আগে থেকেই ওনারা আমেরিকা থাকেন। আমার সঙ্গে তার পূর্বপরিচয় ছিল না। গত ৩-৪ মাস আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। ওনার বাড়ির সীমানা নিয়ে আমার সঙ্গে কথা হয়। আমাদের বাড়ির সামনে রাস্তা খারাপ, তখন সে আমাকে বলে, তার না কি মেয়রের সঙ্গে কথা হয়েছে এ রাস্তা ঠিক করে দেবে। তারপর সে এখানে বাড়ি করবে।’

প্রতিবেশীরা আরও জানান, ‘পাবনায় তার তেমন আত্মীয়স্বজন নেই। এজন্য পাবনায় আসার পর শহরের আবাসিক হোটেলে অবস্থান করতেন। এ ছাড়া পাবনার বাড়ি ১০ তলা করে সেখানে বসবাস করার কথা বলতেন।’

উল্লেখ্য রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক রহস্যময় ব্যক্তিকে দেখা যায়। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে সেই ভিডিও নিয়ে খবর প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

১০

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

১১

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

১২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

১৩

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

১৪

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৫

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১৬

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১৮

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৯

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

২০
X