লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলমান অবরোধে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ এক যুবদল নেতা আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ বিএনপি অফিস থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের আহ্বানে উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরের নেতৃত্বে একটি মিছিল লালমনিরহাট পাটগ্রাম মহাসড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা প্রদান করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া শুরু হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পুলিশের লাঠিচার্জে গোড়ল ইউনিয়নের যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিপ্লব আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত মেহেরবান মিঠুকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির কালবেলাকে জানান, বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বিনষ্ট করে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের দুই সদস্যকে আহত করেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিবকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন