চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ওয়ার্ড যুবদল সভাপতিকে গ্রেপ্তার করছে পুলিশ। তার নাম শফিকুল ইসলাম সোহেল (৩০)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর ফকিরপাড়ার বাসিন্দা এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর পাহাড়ে নাশকতার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন সোহেল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নজরদারিতে রাখে। অবশেষে মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুন্ডু থানার ওসি তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী রোকন মেম্বারের নির্দেশনায় মহাসড়কে নাশকতার পরিকল্পনা করছিলেন অনেক মামলার আসামি সোহেল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন