শ্রমিকরা শান্ত আছে। তারা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস রেখেছেন। এখন শ্রমিক আন্দোলন নেই। কোনো অশুভ শক্তি যেন নাশকতা করতে না পারে সেজন্য পাড়া-মহল্লায় পাহারা বসালাম।
আজ বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-১ টঙ্গী অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
গাজীপুর সিটির সাবেক মেয়র ও গাজীপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ৩০ নভেম্বর সরকার শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করবেন। শ্রমিকরা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করে আন্দোলন বন্ধ করেছেন। এ অবস্থায় কোনো অশুভ শক্তি যেন শ্রমিক মালিক ও জনগণের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য পাড়া-মহল্লায় পাহারা বসালাম। কোনো অপরাধ সংঘটন হলে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে।
মন্তব্য করুন