খুলনা জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির তিন দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। বুধবার (১ নভেম্বর) দুপুরে খুলনা নগরীর নিরালা এলাকায় নিজ বাসা থেকে সাদা পোশাক পরিহিত কিছু ব্যক্তি তাকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার। তিন দিন ধরে খুলনার বিভিন্ন থানা গোয়েন্দা কার্যালয়ে গিয়ে সন্ধান না পেয়ে উদ্বীগ্ন পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা।
মান্নানের ভাগনি মুন্নি খাতুন অভিযোগ করে বলেন, ‘বুধবার দুপুরে নিরালা ভাড়া বাসায় সাদা পোশাকে ৮ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সবার কাছেই অস্ত্র ছিল। তারা মান্নানকে তুলে নিয়ে যান। এরপর থেকে মামার কোনো খোঁজখবর পাচ্ছি না।’
নগরীর নিরালা আবাসিক এলাকা খুলনা সদর থানার আওতাধীন। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘আবদুল মান্নান মিস্ত্রী নামের কেউ আটক নেই।’
খুলনা নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার বি এম নরুজ্জামানও একই তথ্য জানিয়েছেন।
খুলনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম জানান, ‘আবদুল মান্নানের বাবা-মা নেই। স্ত্রীও ক্যানসারে আক্রান্ত। ছোট মেয়ের বয়স মাত্র দুই বছর। তার ছোট ভাগনি বিভিন্ন থানায় গেছে। আমরাও আদালত, কারাগারে খোঁজ নিয়েছি, কোথাও তার কোনো খবর নেই।’
তিনি বলেন, ‘অবরোধের আগে পরে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সবাইকে ৭-৮ ঘণ্টার মধ্যে কোর্টে পাঠানো হয়েছে। কিন্তু জেলা সভাপতিকে আদালতে না পাঠানোয় আমরা উদ্বিগ্ন।’
মন্তব্য করুন