কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে। এতে মাধবপুরে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করার ঘটনায় ঘটনাস্থল থেকে আটককৃত বিএনপির ৩ নেতাকর্মীসহ ১৫ জনের নাম আসামির তালিকায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় এ মামলা করে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মামলাটি হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
মামলার বিবরণে জানা যায়, ১ নভেম্বর সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের মাধবপুর এলাকায় গাড়ি ভাঙচুরের মাধ্যমে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামিরাসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জন। এ সময় বিএনপির নেতাকর্মীরা একটি ট্রাক ভাঙচুর করে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন