গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার এক বাঘাইড় বিক্রি হলো অর্ধ লাখ টাকায়

মাজেদ হালদারের জালে ৩৬ কেজি ওজনের বাঘাইড়টি ধরা পড়ে। ছবি : কালবেলা
মাজেদ হালদারের জালে ৩৬ কেজি ওজনের বাঘাইড়টি ধরা পড়ে। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জেলে মাজেদ হালদারের জালে ৩৬ কেজি ওজনের ১টি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৫০ হাজার ৪শ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরের দিকে এ মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাজারে অবস্থিত আনোয়ার খাঁর মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৩শ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ৮শ টাকায় কিনে নেন।

জেলে আব্দুল মাজেদ হালদার জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় হতাশ ছিলাম। নদীতে পানি কমায় অনেক দিন পর আজ ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে ৩৬ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি ধরা পরে।

এর আগে সকালে আব্দুল মাজেদ হালদার ও তার দল পদ্মা নদীতে মাছ শিকার করতে যায়। দীর্ঘক্ষণ কোনো মাছ না পাওয়ায় তারা হতাশ হন। পরে তারা বাড়ি ফিরে যাওয়ার মনস্থির করে শেষবারের মতো নদীতে জাল ফেলেন। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাঘাইড় মাছ। পরে মাছটি বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বিক্রির জন্য নিয়ে আসেন। সেখানে প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

এই মাছ ব্যবসায়ী বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩শ টাকা কেজি দরে ক্রয় করি। মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। এরপর বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করা হলে দুপুরের পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪শ টাকায় বিক্রি করি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি কমছে। নদীতে পানি কমলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী প্রজননের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X