শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
সিরাতুল মোস্তাকিম, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১০:১৪ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

দৌরাত্ম্য বেড়েছে বনদস্যুদের, বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

সামাজিক বনায়নের অধীনে রোপণ করা গাছ কেটেছে বনদস্যুরা। ছবি : কালবেলা
সামাজিক বনায়নের অধীনে রোপণ করা গাছ কেটেছে বনদস্যুরা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাত হলেই বাড়ে বনদস্যুদের দৌরাত্ম্য। এক বছর আগেও যেখানে বন বিভাগের গাছ তেমন কেউ কাটত না। সেখানে বছর না ঘুরতেই বদলে গেছে দৃশ্য। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গাছ কাটার দৃশ্য ও গাছ পরিবহন এখন নিত্যদিনের চিত্র। এমন পরিস্থিতিতেও নিশ্চুপ বন বিভাগ। জনবল সংকট ও নিরাপত্তা সংকটের কথা বলছে বন বিভাগ। ফলে বেপরোয়া হয়ে উঠেছে বনদস্যুরা।

কাটা গাছের গোড়া বনদস্যুদের দস্যুতার চিহ্ন বয়ে বেড়াচ্ছে।

দেবীগঞ্জ উপজেলায় বন বিভাগের আওতাধীন বটতলি ও সদর বিটের অন্তর্ভুক্ত গাজকাটি, খয়ের বাগান, চর ঢাকাইপাড়া, আদর্শ গ্রাম এলাকায় সম্প্রতি দেদার গাছ কাটার বিষয়টি সামনে এসেছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি উপকারভোগীরা তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। ১৯৯৬ সালে সামাজিক বনায়নের অধীনে রোপণ করা গাছগুলো এই উপকারভোগীদের জমিতেই গত ২৭ বছর থেকে বেড়ে উঠেছে।

সরজমিনে বটতলি বিটের আওতাধীন গাজকাটি এলাকায় গিয়ে গাছ কাটার সত্যতা মিলে। বিট অফিস থেকে কাছেই কিছু দূর পরপরই একাধিক কাটা গাছের গোড়া বনদস্যুদের দস্যুতার চিহ্ন বয়ে বেড়াচ্ছে।

সিরাতুল মোস্তাকিম নামে এক উপকারভোগী বলেন, আমার জমির সার, পানি শোষণ করে বেড়ে ওঠা গাছ রাতের বেলায় কেটে ফেলা হচ্ছে। প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। সেই অভিযোগ বন বিভাগে গিয়ে আটকে আছে। রবিবার দিবাগত রাতে আমার জমির আরও চারটি গাছ কেটে নেওয়া হয়েছে। গত আড়াই মাসে মোট ৮টি গাছ কেটে নেওয়া হলো। যার বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

বনের গাছ কেটে স্তূপ করে রেখেছে বনদস্যুরা।

সদর বিটের খয়ের বাগান এলাকার চিত্র আরও ভয়াবহ। সেখানে গত ছয় মাস ধরে দেদার রাতে গাছ কাটা হচ্ছে। অনেক জমির মালিক জানেনই না কে বা কারা তাদের জমির গাছ কেটে নিচ্ছে। শতকের পর শতক জমির প্রায় পাঁচ শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর ফলে সাম্প্রতিক ঘটনায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বন বিভাগ এসব গাছ রক্ষা করতে না পারায় জেলা-উপজেলায় বন বিভাগ থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

খোরশেদ আলম নামে আরেক জমি মালিক বলেন, বন বিভাগ ব্যক্তি মালিকানা জমিতে উপকারভোগীদের নিয়ে যে গাছ লাগিয়েছিল, তার মেয়াদ ১২ বছর অথচ তারা গাছগুলো কাটতেছে না। অন্যদিকে উপকারভোগী হোক কিংবা বন বিভাগের কর্মকর্তাদের ইন্ধনে রাতের আঁধারে গাছ কেটে ফেলা হচ্ছে। আইনে বলা আছে জমির মালিক গাছের অর্ধেক লভ্যাংশ পাবেন অথচ রাতের গাছ কেটে নেওয়ার ফলে জমির মালিক গাছগুলো পেলে না আবার সরকারও পেল না।

এদিকে গাছ কাটার পেছনে রাজনৈতিক মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ঘটনায় বন বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ যেমন উঠছে তেমনি রাজনৈতিক মদদপুষ্ট হওয়ায় বন বিভাগ এই অনিয়ম বন্ধে ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন অনেকে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, বন বিভাগের গাছ চুরি যাওয়ার বিষয়টি আমাদের অফিসিয়ালি কেউ জানায়নি। বন বিভাগ থানায় মামলা করতে পারে। যদি থানায় মামলা না নেয় সেই বিষয়টিও আমাদের জানাতে হবে। অফিসিয়ালি বিষয়গুলো অবগত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদের বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে আদালতে বেশকিছু মামলাও করা হয়েছে। বটতলি বিটে অনেকটা নিয়ন্ত্রণ করা গেলেও সদর বিটে গাছ চুরি কমানো যাচ্ছে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুন বলেন, গাছ চুরি অব্যাহত থাকলে এর দায় রেঞ্জ কার্যালয় এড়াতে পারে না। কারণ বন অপরাধ সংঘটিত হলে সেটার কারণ খুঁজে বের করা রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১০

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

১১

দীপাবলির আগে ভারতে স্বর্ণ চোরাচালানের হিড়িক, রেকর্ড দাম কালোবাজারে

১২

রাষ্ট্রীয় উদ্যোগে লালন স্মরণোৎসব শুরু শুক্রবার

১৩

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

১৪

বসুন্ধরা এক্সপো ভিলেজে ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো উদ্বোধন

১৫

রাকসু নির্বাচন / ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি : নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

১৬

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ইব্রাহিম আল-জারওয়ান

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ হলেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে : মির্জা ফখরুল

১৯

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক, আন্দোলন স্থগিত

২০
X