কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে দুলাল বিশ্বাস

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীর বহর নিয়ে আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীর বহর নিয়ে আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের নেতৃত্বে খুলনায় দলের বিভাগীয় মহাসমাবেশে হাজার হাজার নেতাকর্মী হাজির হন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশস্থল সার্কিট হাউস মাঠ।

সোমবার (১৩ নভেম্বর) শৈলকুপা উপজেলা থেকে দেড় শতাধিক গাড়ির বহর নিয়ে খুলনায় মহাসমাবেশ সফল করতে যান তারা। বিএনপি-জামায়াতের অবরোধ উপেক্ষা করে একশ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগান দিতে থাকেন।

দুলাল বিশ্বাসের সঙ্গে মহাসমাবেশে অংশ নেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ জেলার সিনিয়র নেতারা। এ ছাড়া দুলাল বিশ্বাসের নিজ এলাকা শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সার্কিট হাউস মাঠে। মহাসমাবেশে প্রধানমন্ত্রীকে দেখে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের সাবেক মেম্বার সিরাজ আলী (৭০) আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বদা সচেষ্ট রয়েছেন। তার মতো নেত্রীকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। আজ সমাবেশে এসে সেই আশা কিছুটা হলেও পূরণ হয়েছে। আর এটা সম্ভব হয়েছে আমাদের নেতা দুলাল বিশ্বাসের উদ্যোগে।’

শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইসরাইল হোসেন (৬৮) সার্কিট হাউসের মাঠে শেখ হাসিনার সমাবেশে যোগদান করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাদের নেতা দুলাল বিশ্বাস, গণমানুষের নেতা। তিনি শৈলকুপার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শৈলকুপার উন্নয়নে তার অবদান অনেক। আমরা আশা করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দুলাল বিশ্বাসকে নৌকার মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন।’

শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। যেই মনোনয়ন পাক না কেন, তার পক্ষে কাজ করতে বলেছেন। আমরা আগামী নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে দুলাল বিশ্বাসের নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সাংবাদিকদের বলেন, ‘আজকের মহাসমাবেশ সফল করতে ঝিনাইদহ থেকে আমরা অন্তত ৫০ হাজার নেতাকর্মী নিয়ে হাজির হয়েছি। আমরা বঙ্গবন্ধুকন্যার হাতকে আরও শক্তিশালী করতে চাই।’

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা সরাসরি শুনতে আমার এলাকার জনগণ উদগ্রীব হয়ে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মনের ইচ্ছা পূরণ করতে পেরেছি। এতে নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার অসমাপ্ত স্বপ্ন পূরণে ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগদানের জন্য রোববার রাত থেকেই শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। রাত ৩টায় শৈলকুপার কবিরপুর থেকে দেড় শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা রওনা হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরপাড়ে গিয়ে মা দেখেন, ২ সন্তান পুকুরে ভাসছে

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় : মির্জা ফখরুল

কারিগরি ত্রুটিতে অনলাইন জিডি বন্ধ

মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যার অভিযোগ, আটক ২

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

থেমে আছে পাতাল মেট্রোরেলের কাজ 

আল আকসা মসজিদ নিয়ে ভয়ংকর পরিকল্পনা

‘নির্বাচনে জনগণের কাছে যেতে হবে’

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন 

১০

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ফের ভাইরাল

১১

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

১২

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

১৩

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৪

নতুন চুক্তিতে কেমন বেতন পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা?

১৫

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

১৬

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

১৭

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

১৮

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

১৯

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

২০
X